আজাদুর রহমান, বগুড়া: বগুড়ায় হাবিবুর রহমান খোকন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত সোমবার (২৭ অক্টোবর) রাতে শহরের সেউজগাড়ী পালপাড়ায় ইসকন মন্দিরে যাওয়ার একটি রোডে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত খোকন শহরের মালতিনগর দক্ষিণপাড়ার কামাল হোসেনের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে। হত্যাকান্ডের পর সেখানে মোটর সাইকেল দুটি পড়েছিল। এরমধ্যে একটি মোটর সাইকেলের হেডলাইট কভারে আইনজীবী স্টিকার লেখা ছিল। মোটর
সাইকেলটির রেজি: নম্বর হলো বগুড়া ল-১২-৭০১২ ও ঢাকা মেট্রো ল-৪৩-৭৪৫৭। ঘটনাস্থলে দুই জোড়া সেন্ডেল পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮ টার দিকে সেউজগাড়ী পালপাড়ায় ইসকন মন্দিরে যাওয়ার সরু একটি রোডে একটি রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পথচারীরা বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা ঘটনাস্থলে এগিয়ে যান। সেখানে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় এক যুবক সেখানে রাস্তার ওপর পড়ে আছে। তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়া হয়েছে। তার পরনে সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা ও মুখে দাঁড়ি ছিল। এরপর জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন দেয়া হয়।
সেই সঙ্গে সদর থানা ও স্টেডিয়াম পুলিশ ফাঁড়িতে জানান হয়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাকে মৃত ষোষণা করেন।
এর আগে সেউজগাড়ী পালপাড়ায় ছাত্রদলের সাবেক নেতা শামছুজ্জোহা পাভেল (৩০) কে রামদা দিয়ে কুপিয়েছে মোটরসাইকেল আরোহী একদল যুবক। এ সময় সেখানে একটি ওষুধের দোকানেও হামলা করে ভাঙ্চুর করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় পাভেলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পাভেল সেওজগাড়ী কারমাইকেল রোডের আব্দুর রশিদ বেলালের ছেলে। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। পাভেলের স্বজনরা জানান, ওই সময় সেউজগাড়ী পালপাড়ায় পূজামন্ডপ সংলগ্ন সিমন ফার্মেসিতে বসে গল্প করছিলেন ছাত্রদল বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শাখার সাবেক নেতা পাভেল।
কিন্তু এ সময় হঠাৎ ৫-৭টি মোটরসাইকেল যোগে বিভিন্ন ধারালো অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে একদল যুবক এসে ওই দোকানে বসে থাকা পাভেলের ওপর হামলা চালায়। বর্তমানে পাভেল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পাভেলের ছোট বোন কথা জানান, মামলার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে সদর থানার ওসি মো: হাসান বাসির বলেন, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খোকনকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পড়ে থাকা মোটর সাইকেল দুটি উদ্ধার করা হয়েছে। এর আগে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারনে কারা তাকে হত্যা করলো সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
রিয়াজ/সানা/আপ্র/২৯/১০/২০২৫


























