ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

  • আপডেট সময় : ১২:১৫:১৬ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৩৩ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় নেশাগ্রস্ত অবস্থায় মাকে হত্যার দায়ে আবু বক্কর (৩০) নামে এক ছেলেকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদ- দেওয়া হয়েছে। রবিবার দুপুর ১টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মন্ডল এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট নাসিমুল করিম হলি। সাজাপ্রাপ্ত আবু বক্কর (৩০) ধুনট উপজেলার শৈলমারী গ্রামের মৃত হবিবর আকন্দের ছেলে।
জানা গেছে, সাজাপ্রাপ্ত আসামি আবু বক্কর ২০১৫ সালের ১২ অক্টোবর রাত ১০ টার দিকে নেশাগ্রস্ত অবস্থায় তার ৫৮ বছর বয়সী মা আলতাফুন্নেছাকে ভাত দিতে বলেন। এ সময় মা আলতাফুন্নেছা তাকে নিজে ভাত নিয়ে খেতে বলেন। এতে আবু বক্কর ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে বক্কর পাশে থাকা একটি গাছের ডাল দিয়ে তার মায়ের মাথায় আঘাত করেন। এতে আলতাফুন্নেছা অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। পরেরদিন চিকিৎসাধীন অবস্থায় ১৩ অক্টোবর আলতাফুন্নেছা মারা যান। এ ঘটনায় সাজাপ্রাপ্ত বক্করের বড় ভাই শাহ আলম বাদি হয়ে ধুনট থানায় হত্যা মামলা দায়ের করেন। ১৬ অক্টোবর পুলিশ বক্করকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট নাসিমুল করিম হলি বলেন, গ্রেপ্তারের পর থেকেই বক্কর কারাগারে ছিলেন। রবিবার আদালতে দোষ স্বীকার করায় তাকে এ সাজা দেওয়া হয়। তাকে বগুড়া জেলা কারাগারে নেওয়া হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

আপডেট সময় : ১২:১৫:১৬ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় নেশাগ্রস্ত অবস্থায় মাকে হত্যার দায়ে আবু বক্কর (৩০) নামে এক ছেলেকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদ- দেওয়া হয়েছে। রবিবার দুপুর ১টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মন্ডল এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট নাসিমুল করিম হলি। সাজাপ্রাপ্ত আবু বক্কর (৩০) ধুনট উপজেলার শৈলমারী গ্রামের মৃত হবিবর আকন্দের ছেলে।
জানা গেছে, সাজাপ্রাপ্ত আসামি আবু বক্কর ২০১৫ সালের ১২ অক্টোবর রাত ১০ টার দিকে নেশাগ্রস্ত অবস্থায় তার ৫৮ বছর বয়সী মা আলতাফুন্নেছাকে ভাত দিতে বলেন। এ সময় মা আলতাফুন্নেছা তাকে নিজে ভাত নিয়ে খেতে বলেন। এতে আবু বক্কর ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে বক্কর পাশে থাকা একটি গাছের ডাল দিয়ে তার মায়ের মাথায় আঘাত করেন। এতে আলতাফুন্নেছা অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। পরেরদিন চিকিৎসাধীন অবস্থায় ১৩ অক্টোবর আলতাফুন্নেছা মারা যান। এ ঘটনায় সাজাপ্রাপ্ত বক্করের বড় ভাই শাহ আলম বাদি হয়ে ধুনট থানায় হত্যা মামলা দায়ের করেন। ১৬ অক্টোবর পুলিশ বক্করকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট নাসিমুল করিম হলি বলেন, গ্রেপ্তারের পর থেকেই বক্কর কারাগারে ছিলেন। রবিবার আদালতে দোষ স্বীকার করায় তাকে এ সাজা দেওয়া হয়। তাকে বগুড়া জেলা কারাগারে নেওয়া হয়।