চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুঞ্জিগঞ্জ রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটেছে। চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, খুলনা থেকে একটি মালবাহী ট্রেন তেল নিয়ে পার্বতীপুর যাচ্ছিল। এ সময় মোমিনপুর-মুঞ্জিগঞ্জ রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়েছে। চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) বলেন, তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। উদ্ধারকাজ চলমান রয়েছে। ঘটনাস্থলে পুলিশ, বিজিবি ও আইনপ্রয়োগকারীর সংস্থার একাধিক টিম রয়েছে। আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ গনি মিয়া বলেন, আমি ঘটনাস্থলে পরিদর্শন করেছি। এটা নাশকতার কোনো ঘটনা নয়।


























