মাহবুব-এ-খোদা : কথার সঙ্গে কাজের কোনো পাইনা খুঁজে মিল,
হাজি সাহেব হওয়ার পরও ঠিক করেনি দিল।
মাঠে গিয়ে আকাম করে জমির ঠেলে আল,
মসজিদে যায় হাদিস ছাড়ে দেয় না লোকে তাল।
দোকানের মাল বাকি নিলেই খাতায় লেখে বেশি,
মিষ্টি সুরে বলে কথা মাল হবে ভাই দেশি।
একই মুখে নয়ছয় করে মরার নেইকো ভয়,
এমন হাজি গা-গেরামে করছে দেখি জয়।
সুদের টাকায় কাটছে ভালো ভবের হাটে খেলা,
পরপারে বুঝবি রে তুই বদ আমলের ঠেলা।
বক ধার্মিক
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ