ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বক্স অফিসে ফিকে হয়ে গেল রাজকুমার-জাহ্নবীর রসায়ন!

  • আপডেট সময় : ১২:০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ৬৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: চলতি বছর মুক্তির প্রথম দিনে সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় পাঁচ নাম্বারে স্থান করে নিয়েছিল রাজকুমার রাও ও জাহ্নবী কাপুর অভিনীত ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। তবে মুক্তির প্রথম দিন মোটামুটি ভালো আয় করলেও দ্বিতীয় দিন থেকেই সেই আয় কমতে থাকে ছবিটির। আর সপ্তাহান্তে রীতিমত ফিকে হয়ে গেল রাজকুমার-জাহ্নবীর রসায়ন। বলিউড মুভি রিভিউজের তথ্য অনুসারে, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ মুক্তির প্রথম দিনে আয় করে ৬.৮৫ কোটি রুপি, দ্বিতীয় দিনে ৪.৬৫ কোটি রুপি, তৃতীয় দিনে ৫.৬২ কোটি রুপি, চতুর্থ দিনে ২.২১ কোটি রুপি, পঞ্চম দিনে ১.৮৬ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২১.১৯ কোটি রুপি।
দর্শক ও সমালোচকদের কাছে ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে বলে জানা গেছে। কেউ কেউ পছন্দ করলেও অধিকাংশ দর্শক-সমালোচকই বলেছেন ছবিটির চিত্রনাট্য দুর্বল। সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে নেগেটিভ রিভিউ। ধারণা করা হচ্ছে তার প্রভাব পড়া শুরু করেছে বক্স অফিসে। শরণ শর্মা পরিচালিত ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ধর্ম প্রোডাকশনস এবং জি স্টুডিও পরিবেশনা। এটি যৌথভাবে প্রযোজনা করেছেন জি স্টুডিও, করণ জোহর, হিরু যশ জোহর এবং অপূর্ব মেহতা। ছবিতে আরও অভিনয় করেছেন কুমুদ মিশ্র, রাজেশ শর্মা, জারিনা ওয়াহাব, অরিজিৎ তানেজা এবং যামিনী দাস।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বক্স অফিসে ফিকে হয়ে গেল রাজকুমার-জাহ্নবীর রসায়ন!

আপডেট সময় : ১২:০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪

বিনোদন ডেস্ক: চলতি বছর মুক্তির প্রথম দিনে সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় পাঁচ নাম্বারে স্থান করে নিয়েছিল রাজকুমার রাও ও জাহ্নবী কাপুর অভিনীত ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। তবে মুক্তির প্রথম দিন মোটামুটি ভালো আয় করলেও দ্বিতীয় দিন থেকেই সেই আয় কমতে থাকে ছবিটির। আর সপ্তাহান্তে রীতিমত ফিকে হয়ে গেল রাজকুমার-জাহ্নবীর রসায়ন। বলিউড মুভি রিভিউজের তথ্য অনুসারে, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ মুক্তির প্রথম দিনে আয় করে ৬.৮৫ কোটি রুপি, দ্বিতীয় দিনে ৪.৬৫ কোটি রুপি, তৃতীয় দিনে ৫.৬২ কোটি রুপি, চতুর্থ দিনে ২.২১ কোটি রুপি, পঞ্চম দিনে ১.৮৬ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২১.১৯ কোটি রুপি।
দর্শক ও সমালোচকদের কাছে ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে বলে জানা গেছে। কেউ কেউ পছন্দ করলেও অধিকাংশ দর্শক-সমালোচকই বলেছেন ছবিটির চিত্রনাট্য দুর্বল। সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে নেগেটিভ রিভিউ। ধারণা করা হচ্ছে তার প্রভাব পড়া শুরু করেছে বক্স অফিসে। শরণ শর্মা পরিচালিত ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ধর্ম প্রোডাকশনস এবং জি স্টুডিও পরিবেশনা। এটি যৌথভাবে প্রযোজনা করেছেন জি স্টুডিও, করণ জোহর, হিরু যশ জোহর এবং অপূর্ব মেহতা। ছবিতে আরও অভিনয় করেছেন কুমুদ মিশ্র, রাজেশ শর্মা, জারিনা ওয়াহাব, অরিজিৎ তানেজা এবং যামিনী দাস।