ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

বক্স অফিসে চমক দেখাচ্ছে অজয়ের ‘দৃশ্যম ২’

  • আপডেট সময় : ১১:০৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
  • ১৪১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেল বলিউডে তুমুল জনপ্রিয়তা পাওয়া অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম’ সিনেমার সিক্যুয়াল ‘দৃশ্যম ২’। আর মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে চমক দেখালো এই ছবিটি। মুক্তির প্রথম দিনেই ভারতে ১৫.৩৮ কোটি রুপি আয় করেছে ‘দৃশ্যম ২’। বাণিজ্য বিশ্লেষকদের মতে, সপ্তাহ শেষে যদি সিনেমাটি দর্শকপ্রিয়তা ধরে রাখতে পারে তবে ‘ব্রহ্মাস্ত্র’র পরে হিন্দি সিনেমা হিসেবে সাপ্তাহিক সর্বোচ্চ আয়ের শুরুর ক্ষেত্রে এটি দ্বিতীয় স্থান দখল করবে। একই সাথে সপ্তাহান্তে ছবিটির আয় ১০০ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন, চলচ্চিত্র বিশ্লেষক তরণ আদর্শ। ২০১৫ সালে বলিউডে মুক্তি পায় মালায়ালাম ছবি ‘দৃশ্যম’ এর হিন্দি রিমেক। এরপর গত বছর মালায়ালাম ‘দৃশ্যম ২’ মুক্তির পর থেকেই এর হিন্দি রিমেক কবে আসছে সেই অপেক্ষায় ছিল ভক্তরা। অবশেষে সেই অপেক্ষার প্রহর কাটলো। একই সঙ্গে ছবিটি মুক্তির পরে দর্শকদের প্রত্যাশা পুরণে সফলও হয়েছে বলে ধারণা করছেন ফিল্ম সমালোচকরা। অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম’-এর মতো এর সিক্যুয়ালেও অজয় দেবগনের সঙ্গে দেখা গেছে টাবু, রজত কাপুর, শ্রিয়া সরণ, ঈশিতা দত্তার মতো অভিনয় শিল্পীদের। পাশাপাশি সিক্যুয়ালে নতুন সংযোজন অভিনেতা অক্ষয় খান্না। প্রথম ছবির রেশ ধরেই এগিয়ে গেছে ‘দৃশ্যম ২’ এর কাহিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বক্স অফিসে চমক দেখাচ্ছে অজয়ের ‘দৃশ্যম ২’

আপডেট সময় : ১১:০৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২

বিনোদন ডেস্ক : দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেল বলিউডে তুমুল জনপ্রিয়তা পাওয়া অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম’ সিনেমার সিক্যুয়াল ‘দৃশ্যম ২’। আর মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে চমক দেখালো এই ছবিটি। মুক্তির প্রথম দিনেই ভারতে ১৫.৩৮ কোটি রুপি আয় করেছে ‘দৃশ্যম ২’। বাণিজ্য বিশ্লেষকদের মতে, সপ্তাহ শেষে যদি সিনেমাটি দর্শকপ্রিয়তা ধরে রাখতে পারে তবে ‘ব্রহ্মাস্ত্র’র পরে হিন্দি সিনেমা হিসেবে সাপ্তাহিক সর্বোচ্চ আয়ের শুরুর ক্ষেত্রে এটি দ্বিতীয় স্থান দখল করবে। একই সাথে সপ্তাহান্তে ছবিটির আয় ১০০ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন, চলচ্চিত্র বিশ্লেষক তরণ আদর্শ। ২০১৫ সালে বলিউডে মুক্তি পায় মালায়ালাম ছবি ‘দৃশ্যম’ এর হিন্দি রিমেক। এরপর গত বছর মালায়ালাম ‘দৃশ্যম ২’ মুক্তির পর থেকেই এর হিন্দি রিমেক কবে আসছে সেই অপেক্ষায় ছিল ভক্তরা। অবশেষে সেই অপেক্ষার প্রহর কাটলো। একই সঙ্গে ছবিটি মুক্তির পরে দর্শকদের প্রত্যাশা পুরণে সফলও হয়েছে বলে ধারণা করছেন ফিল্ম সমালোচকরা। অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম’-এর মতো এর সিক্যুয়ালেও অজয় দেবগনের সঙ্গে দেখা গেছে টাবু, রজত কাপুর, শ্রিয়া সরণ, ঈশিতা দত্তার মতো অভিনয় শিল্পীদের। পাশাপাশি সিক্যুয়ালে নতুন সংযোজন অভিনেতা অক্ষয় খান্না। প্রথম ছবির রেশ ধরেই এগিয়ে গেছে ‘দৃশ্যম ২’ এর কাহিনি।