ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫

বক্স অফিসের শীর্ষে ‘জন উইক : চ্যাপ্টার ৪’

  • আপডেট সময় : ১১:২৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
  • ৯১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : বহুল প্রত্যাশিত চলচ্চিত্র ‘জন উইক চ্যাপ্টার ৪’ মুক্তির পরপরই ঝড় তুলেছে বক্স অফিসে। সিনেমাটি উত্তর আমেরিকায় শীর্ষস্থানে অবস্থান করছে। কিয়ানু রিভসের অ্যাকশন থ্রিলার ‘জন উইক: চ্যাপ্টার ৪’ এই সপ্তাহান্তে মুক্তি পেয়ে উত্তর আমেরিকায় এখন পর্যন্ত ৭৩.৫ মিলিয়ন আয় করেছে। মুক্তির প্রথম সপ্তাহান্তেই বিশ্বব্যাপী ১৩৭.৫ মিলিয়ন আয় করে নিয়েছে সিনেমাটি। এছাড়াও বিশ্বব্যাপী ৭১টি বাজারে শীর্ষস্থানীয় চলচ্চিত্র হিসেবেই আত্মপ্রকাশ করেছে এটি। সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে ১০০ মিলিয়ন ডলার।
বক্স অফিসে বিশাল উদ্বোধনী শুরুর সঙ্গে কয়েকটি উল্লেখযোগ্য রেকর্ডও গড়েছে সিনেমাটি। এলজার অ্যান্ড অ্যাসোসিয়েটস-এর মতে, জন উইক ফ্র্যাঞ্চাইজিটি গত ৪০ বছরে নবম ফিল্ম ফ্র্যাঞ্চাইজি যেটির চতুর্থ কিস্তি মুক্তির পর রেকর্ডসংখ্যক আয় করেছে। এছাড়াও করোনা মহামারী কাটিয়ে বক্স অফিস পুনরুজ্জীবিত হওয়ার পর ‘জন উইক: চ্যাপ্টার ৪’ আর-রেটেড সিনেমা হিসেবে সবচেয়ে বড় উদ্বেধনী আয় করেছে। চলচ্চিত্র বিশ্লেষক ডেভিড এ. গ্রস সিনেমাটিকে ‘একটি চমৎকার উদ্বোধন’ হিসেবে অভিহিত করেছেন। তিনি উল্লেখ করেছেন যে প্রতিটি ‘জন উইক’ সিক্যুয়েল তার পূর্বের সিনেমাগুলোর আয় ছাড়িয়ে যেতে সক্ষম হয়েছে। এদিকে বক্স অফিসের পাশাপাশি সিনেমাটি সমালোচকদের কাছেও বেশ প্রশংসিত হচ্ছে। চলচ্চিত্র বিশ্লেষকরা সিনেমাটির অ্যাকশন কোরিওগ্রাফিকে প্রশংসায় ভাসাচ্ছেন। ‘চ্যাপ্টার ৪’-এর কোরিওগ্রাফি মূলত পরিচালক চ্যাড স্ট্যাহেলস্কি নিজে করেছেন। তিনি নিজে একজন স্বনামধন্য প্রাক্তন স্টান্ট ম্যান ছিলেন। গত সপ্তাহান্তে বক্স অফিসের শীর্ষস্থান দখল করা ‘শাজাম! ফিউরি অফ দ্য গডস’ এই সপ্তাহে মাত্র ৯.৭ মিলিয়ন আয় করে বক্স অফিসে দ্বিতীয় স্থানে নেমে গেছে। ওয়ার্নার ব্রোসের চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জাচারি লেভি, অ্যাশার অ্যাঞ্জেল এবং অ্যাডাম ব্রুডি। এই সপ্তাহে উত্তর আমেরিকার বক্স অফিসে তৃতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট এবং স্পাইগ্লাস মিডিয়ার ‘স্ক্রিম ৬’। মেলিসা ব্যারেরা, জেনা ওর্তেগা এবং স্কিট উলরিচ অভিনীত সিনেমাটি সপ্তাহান্তে ৮.৪ মিলিয়ন আয় তুলতে পেরেছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বক্স অফিসের শীর্ষে ‘জন উইক : চ্যাপ্টার ৪’

আপডেট সময় : ১১:২৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩

বিনোদন ডেস্ক : বহুল প্রত্যাশিত চলচ্চিত্র ‘জন উইক চ্যাপ্টার ৪’ মুক্তির পরপরই ঝড় তুলেছে বক্স অফিসে। সিনেমাটি উত্তর আমেরিকায় শীর্ষস্থানে অবস্থান করছে। কিয়ানু রিভসের অ্যাকশন থ্রিলার ‘জন উইক: চ্যাপ্টার ৪’ এই সপ্তাহান্তে মুক্তি পেয়ে উত্তর আমেরিকায় এখন পর্যন্ত ৭৩.৫ মিলিয়ন আয় করেছে। মুক্তির প্রথম সপ্তাহান্তেই বিশ্বব্যাপী ১৩৭.৫ মিলিয়ন আয় করে নিয়েছে সিনেমাটি। এছাড়াও বিশ্বব্যাপী ৭১টি বাজারে শীর্ষস্থানীয় চলচ্চিত্র হিসেবেই আত্মপ্রকাশ করেছে এটি। সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে ১০০ মিলিয়ন ডলার।
বক্স অফিসে বিশাল উদ্বোধনী শুরুর সঙ্গে কয়েকটি উল্লেখযোগ্য রেকর্ডও গড়েছে সিনেমাটি। এলজার অ্যান্ড অ্যাসোসিয়েটস-এর মতে, জন উইক ফ্র্যাঞ্চাইজিটি গত ৪০ বছরে নবম ফিল্ম ফ্র্যাঞ্চাইজি যেটির চতুর্থ কিস্তি মুক্তির পর রেকর্ডসংখ্যক আয় করেছে। এছাড়াও করোনা মহামারী কাটিয়ে বক্স অফিস পুনরুজ্জীবিত হওয়ার পর ‘জন উইক: চ্যাপ্টার ৪’ আর-রেটেড সিনেমা হিসেবে সবচেয়ে বড় উদ্বেধনী আয় করেছে। চলচ্চিত্র বিশ্লেষক ডেভিড এ. গ্রস সিনেমাটিকে ‘একটি চমৎকার উদ্বোধন’ হিসেবে অভিহিত করেছেন। তিনি উল্লেখ করেছেন যে প্রতিটি ‘জন উইক’ সিক্যুয়েল তার পূর্বের সিনেমাগুলোর আয় ছাড়িয়ে যেতে সক্ষম হয়েছে। এদিকে বক্স অফিসের পাশাপাশি সিনেমাটি সমালোচকদের কাছেও বেশ প্রশংসিত হচ্ছে। চলচ্চিত্র বিশ্লেষকরা সিনেমাটির অ্যাকশন কোরিওগ্রাফিকে প্রশংসায় ভাসাচ্ছেন। ‘চ্যাপ্টার ৪’-এর কোরিওগ্রাফি মূলত পরিচালক চ্যাড স্ট্যাহেলস্কি নিজে করেছেন। তিনি নিজে একজন স্বনামধন্য প্রাক্তন স্টান্ট ম্যান ছিলেন। গত সপ্তাহান্তে বক্স অফিসের শীর্ষস্থান দখল করা ‘শাজাম! ফিউরি অফ দ্য গডস’ এই সপ্তাহে মাত্র ৯.৭ মিলিয়ন আয় করে বক্স অফিসে দ্বিতীয় স্থানে নেমে গেছে। ওয়ার্নার ব্রোসের চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জাচারি লেভি, অ্যাশার অ্যাঞ্জেল এবং অ্যাডাম ব্রুডি। এই সপ্তাহে উত্তর আমেরিকার বক্স অফিসে তৃতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট এবং স্পাইগ্লাস মিডিয়ার ‘স্ক্রিম ৬’। মেলিসা ব্যারেরা, জেনা ওর্তেগা এবং স্কিট উলরিচ অভিনীত সিনেমাটি সপ্তাহান্তে ৮.৪ মিলিয়ন আয় তুলতে পেরেছে।