ক্রীড়া ডেস্ক : পেশাদার বক্সার হিসেবে অভিষেক হতে যাচ্ছে বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলীর নাতি নিকো আলী ওয়ালশের। ১৪ আগস্ট রিংয়ে নামছেন তিনি। ২০ বছর বয়সী নিকো আলী আমেরিকান প্রমোটার বব আরামের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তার দাদা মোহাম্মদ আলীর ২৭টি লড়াইয়েরও প্রচারক ছিলেন আরাম। নিকো আলী তার পেশাদারি অভিযান শুরু করবেন মিশ্র লড়াইয়ের মাধ্যমে। নিকো আলী বলেন, ‘আমার দাদা শুরু করা লড়াইয়ের উত্তরাধিকার হতে পেরে আমি সম্মানিত। এই দায়িত্ব আমি হালকাভাবে নিচ্ছি না।’