বিনোদন ডেস্ক: নিজের লেখা বই নিয়ে আইনি ঝামেলায় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা থাকাকালীন, গর্ভাবস্থার নানান কিছু নিয়ে একটি বই লিখেছিলেন কারিনা। যে বইয়ের নাম, ‘কারিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল’। আর এই বইয়ের কারণেই এবার আইনি সমস্যায় জড়ালেন এই অভিনেত্রী। নিজের বইয়ের নামের সঙ্গে ‘বাইবেল’ শব্দটি জুড়ে দেওয়ার কারণেই এই সমস্যায় পড়েছেন কারিনা। নিজের বইয়ের এই নামকরণের জন্য কারিনার বিরুদ্ধে মধ্যপ্রদেশ হাইকোর্টে দায়ের হয়েছে একটি মামলা। যে কারণে আদালতের পক্ষ থেকে অভিনেত্রীর কাছে নোটিশ পাঠানো হয়েছে।
জানা যাচ্ছে, অ্যাডভোকেট ক্রিস্টোফার অ্যান্থনির দায়ের করা একটি আবেদনের ভিত্তিতে মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি গুরুপাল সিং আলুওয়ালিয়া এই নোটিশ জারি করেছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে অতিরিক্ত দায়রা আদালতে মামলাটি নথিভুক্ত করার আবেদন করা হয়েছিল। তবে সেসময় আদালত ক্রিস্টোফার অ্যান্থনির সেই আবেদন খারিজ করে দেয়। আদালতের সেই আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার মধ্যপ্রদেশ হাইকোর্টে এই মামলা দায়ের করেছেন আইনজীবী ক্রিস্টোফার অ্যান্থনি। তার সেই আবেদনের ভিত্তিতেই গত ৯ মে কারিনাকে আইনি চিঠি পাঠিয়েছে আদালত। আইনজীবী ক্রিস্টোফার অ্যান্থনি প্রাথমিকভাবে জব্বলপুরের এক স্থানীয় থানায় কারিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তার অভিযোগ গর্ভাবস্থার সঙ্গে ‘পবিত্র গ্রন্থ বাইবেল’-এর তুলনা করার কারণে এটা খ্রিষ্ট সম্প্রদায়ের মানুষের অনুভূতিতে আঘাত করেছে। এই মামলায় মধ্যপ্রদেশ রাজ্যের পক্ষে ছিলেন প্যানেল আইনজীবী দিলীপ পরিহার। তবে এ বিষয়ে কারিনার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।