সিলেট সংবাদদাতা : সিলেটে উপমহাদেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) উদ্যোগে ১১ দিনব্যাপী ষোড়শ বইমেলা শুরু হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে নগরের দরগাহ গেটের কেমুসাস প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করেন সিলেটের লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. কাজী আজিজুল মাওলা। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও বইমেলা উপ-কমিটির সদস্য সচিব মাহবুব মুহম্মদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ক্যাফলিন ইউনিভার্সিটির বায়োলজি বিভাগের অধ্যাপক ড. কামাল চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. কামাল আহমদ। এতে সিলেটের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
গলাকাটা লাশ
খাগড়াছড়ি সংবাদদাতা
খাগড়াছড়ির মানিকছড়িতে শোয়ার ঘর থেকে এক প্রবাসী যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের সেমুতাং গ্যাসফিল্ড এলাকায় শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে মানিকছড়ি থানার ওসি মো. শাহনূর আলম জানান। নিহত মো. সাজ্জাদ হোসেন (২৪) ওই এলাকার মো. মাসুদ রানার ছেলে। শনিবার রাতের আঁধারে ঘরে ঢুকে কাতার প্রবাসী সাজ্জাদ হোসেনকে গলা কেটে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ রাতেই তার লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা হাসপাতাল মর্গে পাঠায়। যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যয়জরী মহাজন বলেন, “প্রাচীর ঘেরা ঘরে সাজ্জাদ তার ভাইয়ের সঙ্গে থাকতেন। ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে।”
বইমেলা শুরু
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ