বগুড়া সংবাদদাতা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার থেকে সারাদেশের ন্যায় বগুড়াতেও চার দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। বঙ্গবন্ধু ও স্বাধীনতা শিরোনামে এ মেলা চলবে ২ জানুয়ারি পর্যন্ত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে, সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ও স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় চারদিনের এই মেলা বাস্তবায়ন করছে জেলা প্রশাসন। বইমেলা উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসক কার্যালয় হতে শুরু হয়ে শহিদ খোকন পার্কে শেষ হয়। র্যালি শেষে বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক।