ঢাকা ০১:৫১ অপরাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫

ফ্ল্যাট থেকে চিকিৎসকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

  • আপডেট সময় : ০১:১৯:১৫ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২
  • ৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রমনার বড় মগবাজার এলাকায় নিজ ফ্ল্যাট থেকে এক চিকিৎসকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ডা. ইকবাল উদ্দিন আহমেদ (৭২)।
গত মঙ্গলবার দিবাগত রাতে ওই চিকিৎসকের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়। ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বড় মগবাজার এলাকার একটি বহুতল ভবনের সপ্তম তলায় ওই চিকিৎসক একা থাকতেন। তার মেয়ে বর্তমানে কানাডায় অবস্থান করছেন।
এস আই মফিজুর রহমান বলেন, ‘ট্রিপল নাইন (৯৯৯)-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ওই বাসায় যায়। ইকবাল উদ্দিন আহমেদের মেয়ের স্বামী আরিফুর রহমান ও স্থানীয়দের উপস্থিতে তালা ভেঙে বাথরুম থেকে অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’
মেয়ের জামাই আরিফুর রহমানের বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘ডা. ইকবালকে তার স্বজনরা কয়েক দিন ধরে পাচ্ছিলেন না। বাসার কলাপসিবল গেটে তালা দেওয়া ছিল। পরে তালা ভেঙে ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়।’ প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ডা. ইকবাল অসুস্থ হয়ে বাথরুমে পড়ে মারা গেছেন। অন্য কোনও কারণ রয়েছে কিনা, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তা জানা যাবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্ল্যাট থেকে চিকিৎসকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

আপডেট সময় : ০১:১৯:১৫ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রমনার বড় মগবাজার এলাকায় নিজ ফ্ল্যাট থেকে এক চিকিৎসকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ডা. ইকবাল উদ্দিন আহমেদ (৭২)।
গত মঙ্গলবার দিবাগত রাতে ওই চিকিৎসকের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়। ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বড় মগবাজার এলাকার একটি বহুতল ভবনের সপ্তম তলায় ওই চিকিৎসক একা থাকতেন। তার মেয়ে বর্তমানে কানাডায় অবস্থান করছেন।
এস আই মফিজুর রহমান বলেন, ‘ট্রিপল নাইন (৯৯৯)-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ওই বাসায় যায়। ইকবাল উদ্দিন আহমেদের মেয়ের স্বামী আরিফুর রহমান ও স্থানীয়দের উপস্থিতে তালা ভেঙে বাথরুম থেকে অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’
মেয়ের জামাই আরিফুর রহমানের বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘ডা. ইকবালকে তার স্বজনরা কয়েক দিন ধরে পাচ্ছিলেন না। বাসার কলাপসিবল গেটে তালা দেওয়া ছিল। পরে তালা ভেঙে ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়।’ প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ডা. ইকবাল অসুস্থ হয়ে বাথরুমে পড়ে মারা গেছেন। অন্য কোনও কারণ রয়েছে কিনা, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তা জানা যাবে।