আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি ব্যাঙ্কোয়েট হলের সামনে গুলিতে অন্তত দুই জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার ভোরে সেখানে হামলা চালায় তিন বন্দুকধারী। কনসার্ট শেষ করে অনেকে হলের সামনে দাঁড়িয়েছিলেন। সেখানে বন্দুকধারীরা শতাধিক বুলেট ছুড়েছেন।
স্থানীয় পুলিশের ডিরেক্টর আলফ্রেডো রামিরেজ জানিয়েছেন, তিনজন বন্দুকধারী গাড়ি থেকে নামে। তখন সেখানে ব্যাঙ্কোয়েট হলের সামনে অনেকে অপেক্ষা করছিলেন। ব্যাঙ্কোয়েট হল ভাড়া নিয়ে কনসার্টের আয়োজন করা হয়েছিল। বন্দুকধারীরা নেমেই গুলি চালাতে থাকে। গুলিতে দুইজনের মৃত্যু হয়েছে। আহত অন্ততপক্ষে ২৫। খবর রয়টার্সের। পুলিশ জানিয়েছে, এই অনুষ্ঠান আগে থেকেই ঠিক করা ছিল। অনুষ্ঠানের অনেক কর্তাই তখন বাইরে দাঁড়িয়েছিলেন। রামিরেজের দাবি, ‘এটা ঠান্ডা মাথায় খুন। ন্যায়বিচার যাতে হয়, তা পুলিশ নিশ্চিত করবে।’ তবে পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। এই বছর প্রথম ১৩২ দিনে যুক্তরাষ্ট্রে দুই শতাধিক এই ধরনের গুলি চালিয়ে হত্যার ঘটনা ঘটেছে। দেশটিতে গুলির ঘটনা ভয়াবহ আকার নিয়েছে। অস্ত্র আইন সংস্কারের দাবি জানিয়েছে সাধারণ মানুষ। তবে এমন অবস্থার মধ্যেও কয়েকটি রাজ্য নতুন করে লাইসেন্স ছাড়াই অস্ত্র রাখার অনুমতি দিয়েছে।
ফ্লোরিডায় হলের সামনে গুলিতে নিহত ২, আহত ২৫
ট্যাগস :
ফ্লোরিডায় হলের সামনে গুলিতে নিহত ২
জনপ্রিয় সংবাদ