ক্রীড়া ডেস্ক: জানুয়ারির দলবদলের শেষ দিনে স্কোয়াডের শক্তি বাড়াল এভারটন। ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গো থেকে মিডফিল্ডার কার্লোস আলকারাসকে দলে টেনেছে ইংলিশ ক্লাবটি। ২২ বছর বয়সী এই আর্জেন্টাইনকে চলতি মৌসুমের বাকি সময়ের জন্য ধারে দলে টানার কথা মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে এভারটন। চুক্তিতে অবশ্য তাকে পাকাপাকিভাবে কিনে নেওয়ার সুযোগও আছে প্রিমিয়ার লিগের দলটির।
দ্বিতীয় মেয়াদে গত মাসে এভারটনের কোচ হিসেবে যোগ দেন ডেভিড ময়েস। এরপর প্রথম কোনো খেলোয়াড়কে চুক্তিভুক্ত করল ক্লাবটি। স্বদেশের রেসিং ক্লাবের যুব দল থেকে ১৭ বছর বয়সে সিনিয়র ফুটবলে পা রাখেন আলকারাস। ২০২২ সালে দলকে আর্জেন্টাইন চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের ভূমিকা রাখেন তিনি, বোকা জুনিয়র্সের বিপক্ষে ফাইনালে জয়সূচক গোল করেন। পরের মৌসুমে পাড়ি জমান ইউরোপে, যোগ দেন সাউথ্যাম্পটনে।
সাউথ্যাম্পটনে কিছুদিন কাটিয়ে ধারে যোগ দেন সেরি আর দল জুভেন্টাস এবং সেখান থেকেই গত বছর অগাস্টে নাম লেখান ফ্লামেঙ্গোতে। ছয় মাস না যেতেই আবার ইউরোপের ফুটবলে ফিরলেন ফ্লামেঙ্গোর হয়ে ১৯ ম্যাচে তিনটি গোল ও দুটি অ্যাসিস্ট করা আলকারাস। চলতি মৌসুমে এভারটনের এখন পর্যন্ত যাত্রা সুখকর নয়। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ২৩ ম্যাচের মাত্র ছয় জয় ও আট ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে তারা আছে ১৬ নম্বরে।