ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

ফ্র্যাঞ্চাইজিগুলো থেকে বকেয়া আদায়ে আইনি পথে বিসিবি

  • আপডেট সময় : ০৫:১১:৩২ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • ৮৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: বিপিএলে অংশগ্রহণ করা ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে অর্ধকোটি টাকারও বেশি পাওনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লম্বা সময় ধরে এই পাওনা আদায়ের চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে বোর্ডটি। এবার আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপাতি ফারুক আহমেদ। ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাওনা টাকার জন্য আদায়ের জন্য বেশ কয়েক দফা সময়ও দিয়েছে বিসিবি। অথচ তারা অংশগ্রহণ ফি বাবদ নির্ধারিত গ্রান্টি মানি জমাও দেয়নি। তাইতো আইনের পথে হাঁটছে বিসিবি। আজ সকালে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিপিএলের মাসকট ও লোগো উন্মোচন অনুষ্ঠানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাংবাদিকদের জানান, ‘আমরা বিপিএলের দলগুলোর কর্ণধারদের কাছে উকিল নোটিশ পাঠিয়েছি টাকা জমা দিতে। আমরা যে টাকা পাওয়ার কথা, তার সামান্যই পেয়েছি। তবে নিয়ম অনুযায়ী তাদের এই টাকা দিতেই হবে। ’ বিপিএলের আগের আসরগুলোতেও ফ্র্যাঞ্চাইজিগুলোর বকেয়া নিয়ে একই ধরনের অভিযোগ উঠেছিল। তবে এবার বিসিবি আরো কঠোর অবস্থান নিচ্ছে বলে জানা গেছে। আগামী আসরের আগে এই বকেয়া সমস্যার সমাধান করতে বিসিবি যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএলের এবারের আসর। শেষ হবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ফ্র্যাঞ্চাইজিগুলো থেকে বকেয়া আদায়ে আইনি পথে বিসিবি

আপডেট সময় : ০৫:১১:৩২ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক: বিপিএলে অংশগ্রহণ করা ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে অর্ধকোটি টাকারও বেশি পাওনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লম্বা সময় ধরে এই পাওনা আদায়ের চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে বোর্ডটি। এবার আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপাতি ফারুক আহমেদ। ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাওনা টাকার জন্য আদায়ের জন্য বেশ কয়েক দফা সময়ও দিয়েছে বিসিবি। অথচ তারা অংশগ্রহণ ফি বাবদ নির্ধারিত গ্রান্টি মানি জমাও দেয়নি। তাইতো আইনের পথে হাঁটছে বিসিবি। আজ সকালে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিপিএলের মাসকট ও লোগো উন্মোচন অনুষ্ঠানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাংবাদিকদের জানান, ‘আমরা বিপিএলের দলগুলোর কর্ণধারদের কাছে উকিল নোটিশ পাঠিয়েছি টাকা জমা দিতে। আমরা যে টাকা পাওয়ার কথা, তার সামান্যই পেয়েছি। তবে নিয়ম অনুযায়ী তাদের এই টাকা দিতেই হবে। ’ বিপিএলের আগের আসরগুলোতেও ফ্র্যাঞ্চাইজিগুলোর বকেয়া নিয়ে একই ধরনের অভিযোগ উঠেছিল। তবে এবার বিসিবি আরো কঠোর অবস্থান নিচ্ছে বলে জানা গেছে। আগামী আসরের আগে এই বকেয়া সমস্যার সমাধান করতে বিসিবি যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএলের এবারের আসর। শেষ হবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি।