ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

ফ্রিল্যান্সিংয়ে ২০০০ নারীর কর্মসংস্থানের সুযোগ

  • আপডেট সময় : ১১:৩৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • ৯৯ বার পড়া হয়েছে

নারী ও শিশু ডেস্ক : দেশে বেকারত্বের হার কমাতে এখন ফ্রিল্যান্সিংয়ের বিকল্প নেই। যে কেউ চাইলেই ঘরে বসে উপার্জন করতে পারেন। ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন সেক্টরের মধ্যে অন্যতম জনপ্রিয় মাধ্যম ডিজিটাল মার্কেটিং। এ মাধ্যমে ছেলেরা অনেকটা এগিয়ে থাকলেও মেয়েরা পিছিয়ে। তবে সময়ের পরিক্রমায় মেয়েরাও এখন ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী হয়ে উঠেছেন। নিজেকে এ মাধ্যমে যুক্ত হয়ে সফল হয়ে উঠছেন।মেয়েদের আরও একধাপ সামনে নিয়ে যাওয়ার জন্যে এসআর ড্রিম আইটি নিজস্ব অর্থায়নে এই ২০০০ মেয়েদের ট্রেইনিং দিয়ে যাচ্ছে। এখানেই শেষ নয়, সেরা ৩ জনকে দেওয়া হবে ল্যাপটপ এবং স্মার্টফোন, জব প্লেসমেন্টসহ আরও অনেক কিছু! আর প্রতিটি নারী শিক্ষার্থী পাবেন প্রফেশনাল সার্টিফিকেট, যা তাদের ভবিষ্যতে কাজে লাগবে।
সম্প্রতি ফ্রিল্যান্সিংয়ের প্ল্যাটফর্ম ‘এস আর ড্রিম আইটি’ প্রায় ২ হাজারের বেশি নারীদের ফ্রিতে ট্রেনিং করার বিশেষ সুযোগ প্রদান করে। যেখানে দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রতিদিন ১১-১৪ ঘণ্টা করে অনলাইন লাইভ সাপোর্ট এবং সার্বক্ষণিক অনলাইন সাপোর্ট দিয়েছেন ট্রেইনিদের। যার মাধ্যমে অল্প সময়েই মেয়েরা নিজেকে প্রস্তুত করে মার্কেটপ্লেসে কাজ করতে আগ্রহ পাচ্ছে। এর ফলে একদিকে তারা ফ্রিল্যান্সিং করে আয় করার সুযোগ পাচ্ছেন। অন্যদিকে নিজের স্টার্টআপ বিজনেস কিংবা দেশে-বিদেশে চাকরি করার মতো দক্ষ কারিগর হয়ে উঠছে।
প্রতিষ্ঠানটি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেইনিরা এরইমধ্যে ৫ লক্ষাধিক ডলারেরও বেশি আয় করেছেন, যা খুবই বিরল। প্রতিষ্ঠানটি তাদের ট্রেইনিদের ফ্রিল্যান্সিং করে আয় করার জন্যে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং-এর ট্রেইনিং দিয়ে আসছে দীর্ঘদিন ধরে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক শুভ আহমেদ জানান, শুরুর দিকে মেয়েদের আগ্রহটা কম থাকলেও এখন সেটা বাড়তে শুরু করেছে। নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে মেয়েরা এ মাধ্যমে কাজ শুরু করে উপার্জন করতে সক্ষম হচ্ছে। আমরা তাদের সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি সবসময়। আগামীতেও যেকোনো সমস্যায় তারা সবসময় আমাদের কাছ থেকে সাপোর্ট পাবে। এই প্রজেক্টের শিক্ষার্থী ফারজানা চৌধুরী বলেন, এসআর ড্রিম আইটি ভীষণ হেল্পফুল। প্রতিটি বিষয় সহজ করে বুঝানো হয়। লাইভে অনেকসময় উপস্থিত না থাকতে পারলেও রেকর্ডেড থেকে অনেক কিছু শিখতে পারছি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ফ্রিল্যান্সিংয়ে ২০০০ নারীর কর্মসংস্থানের সুযোগ

আপডেট সময় : ১১:৩৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২

নারী ও শিশু ডেস্ক : দেশে বেকারত্বের হার কমাতে এখন ফ্রিল্যান্সিংয়ের বিকল্প নেই। যে কেউ চাইলেই ঘরে বসে উপার্জন করতে পারেন। ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন সেক্টরের মধ্যে অন্যতম জনপ্রিয় মাধ্যম ডিজিটাল মার্কেটিং। এ মাধ্যমে ছেলেরা অনেকটা এগিয়ে থাকলেও মেয়েরা পিছিয়ে। তবে সময়ের পরিক্রমায় মেয়েরাও এখন ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী হয়ে উঠেছেন। নিজেকে এ মাধ্যমে যুক্ত হয়ে সফল হয়ে উঠছেন।মেয়েদের আরও একধাপ সামনে নিয়ে যাওয়ার জন্যে এসআর ড্রিম আইটি নিজস্ব অর্থায়নে এই ২০০০ মেয়েদের ট্রেইনিং দিয়ে যাচ্ছে। এখানেই শেষ নয়, সেরা ৩ জনকে দেওয়া হবে ল্যাপটপ এবং স্মার্টফোন, জব প্লেসমেন্টসহ আরও অনেক কিছু! আর প্রতিটি নারী শিক্ষার্থী পাবেন প্রফেশনাল সার্টিফিকেট, যা তাদের ভবিষ্যতে কাজে লাগবে।
সম্প্রতি ফ্রিল্যান্সিংয়ের প্ল্যাটফর্ম ‘এস আর ড্রিম আইটি’ প্রায় ২ হাজারের বেশি নারীদের ফ্রিতে ট্রেনিং করার বিশেষ সুযোগ প্রদান করে। যেখানে দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রতিদিন ১১-১৪ ঘণ্টা করে অনলাইন লাইভ সাপোর্ট এবং সার্বক্ষণিক অনলাইন সাপোর্ট দিয়েছেন ট্রেইনিদের। যার মাধ্যমে অল্প সময়েই মেয়েরা নিজেকে প্রস্তুত করে মার্কেটপ্লেসে কাজ করতে আগ্রহ পাচ্ছে। এর ফলে একদিকে তারা ফ্রিল্যান্সিং করে আয় করার সুযোগ পাচ্ছেন। অন্যদিকে নিজের স্টার্টআপ বিজনেস কিংবা দেশে-বিদেশে চাকরি করার মতো দক্ষ কারিগর হয়ে উঠছে।
প্রতিষ্ঠানটি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেইনিরা এরইমধ্যে ৫ লক্ষাধিক ডলারেরও বেশি আয় করেছেন, যা খুবই বিরল। প্রতিষ্ঠানটি তাদের ট্রেইনিদের ফ্রিল্যান্সিং করে আয় করার জন্যে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং-এর ট্রেইনিং দিয়ে আসছে দীর্ঘদিন ধরে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক শুভ আহমেদ জানান, শুরুর দিকে মেয়েদের আগ্রহটা কম থাকলেও এখন সেটা বাড়তে শুরু করেছে। নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে মেয়েরা এ মাধ্যমে কাজ শুরু করে উপার্জন করতে সক্ষম হচ্ছে। আমরা তাদের সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি সবসময়। আগামীতেও যেকোনো সমস্যায় তারা সবসময় আমাদের কাছ থেকে সাপোর্ট পাবে। এই প্রজেক্টের শিক্ষার্থী ফারজানা চৌধুরী বলেন, এসআর ড্রিম আইটি ভীষণ হেল্পফুল। প্রতিটি বিষয় সহজ করে বুঝানো হয়। লাইভে অনেকসময় উপস্থিত না থাকতে পারলেও রেকর্ডেড থেকে অনেক কিছু শিখতে পারছি।