নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে কর্মরত ফ্রিল্যান্সারদের উপার্জিত আয় বিদেশ থেকে দ্রুত, নিরাপদে ও নির্বিঘেœ একাউন্টে নিয়ে আসতে এবং একইসঙ্গে তাদের সকল প্রকার ব্যাংকিং সেবা প্রদানে আইএফআইসি ব্যাংক চালু করল বিশেষ সেবা ‘আইএফআইসি ফ্রিল্যান্সার সার্ভিস প্যাকেজ’। এ উপলক্ষে গতকাল রোববার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত আইএফআইসি টাওয়ারে আয়োজিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক লিমিটেড-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার, বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি-র চেয়ারম্যান ড. তানজিবা রহমান, বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, আইএফআইসি ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (বিএফডিএস)-এর প্রতিনিধিগণ, ফ্রিল্যান্সারবৃন্দ, গুণীজন ও সাংবাদিকরা।