ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫

ফ্রান্স দলে আবারও চোটের আঘাত

  • আপডেট সময় : ১০:২৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • ৭৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ শুরুর আগে থেকে চোট সমস্যায় ভুগছে ফ্রান্স। সেসব বাধা কাটিয়েই তারা উঠে এসেছে সেমি-ফাইনালে। তবে ফাইনালে ওঠার লড়াইয়ের আগে নতুন করে চোট ভাবনায় ফেলেছে ফরাসিদের। সোমবার দলের অনুশীলনে ছিলেন না মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি ও ডিফেন্ডার দায়দ উপেমেকানো। আল বাইত স্টেডিয়ামে আগামী বুধবার দ্বিতীয় সেমি-ফাইনালে মরক্কোর মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তার একদিন আগে দলের গুরুত্বপূর্ণ দুই সদস্যের অনুশীলন করতে না পারা দুর্ভাবনার কারণ। কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে দুজনই ছিলেন শুরুর একাদশে। অসাধারণ নৈপুণ্যে দলকে এগিয়ে নেওয়া গোলটি করেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার চুয়ামেনি। আর বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার উপেমেকানোও দলের নিয়মিত সদস্য। অনুশীলনে এই দুই জনের অনুপস্থিতির বিষয়ে ফ্রান্স ফুটবল দলের পক্ষ থেকে অবশ্য কিছু বলা হয়নি। তবে দেশটির ক্রীড়া পত্রিকা লেকিপের খবর, উপেমেকানো গলা ব্যথায় ভুগছেন আর চুয়ামেনি একটু আঘাত পেয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে অবশ্য পুরো সময়ই খেলেছেন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার। চোটের কারণে মাঝেমাঠের দুই অভিজ্ঞ খেলোয়াড় এনগোলো কঁতে ও পল পগবাকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা করেন ফ্রান্স কোচ দিদিয়ে দেশম। আর বিশ্বকাপ শুরুর একদিন আগে ছিটকে যান তারকা স্ট্রাইকার করিম বেনজেমা। এত সব বাধা পেরিয়ে দারুণ ফুটবল উপহার দিয়ে এগিয়ে চলা ফ্রান্সের সামনে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের হাতছানি, গত ৬০ বছরে যা কোনো দল করে দেখাতে পারেনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্রান্স দলে আবারও চোটের আঘাত

আপডেট সময় : ১০:২৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ শুরুর আগে থেকে চোট সমস্যায় ভুগছে ফ্রান্স। সেসব বাধা কাটিয়েই তারা উঠে এসেছে সেমি-ফাইনালে। তবে ফাইনালে ওঠার লড়াইয়ের আগে নতুন করে চোট ভাবনায় ফেলেছে ফরাসিদের। সোমবার দলের অনুশীলনে ছিলেন না মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি ও ডিফেন্ডার দায়দ উপেমেকানো। আল বাইত স্টেডিয়ামে আগামী বুধবার দ্বিতীয় সেমি-ফাইনালে মরক্কোর মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তার একদিন আগে দলের গুরুত্বপূর্ণ দুই সদস্যের অনুশীলন করতে না পারা দুর্ভাবনার কারণ। কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে দুজনই ছিলেন শুরুর একাদশে। অসাধারণ নৈপুণ্যে দলকে এগিয়ে নেওয়া গোলটি করেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার চুয়ামেনি। আর বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার উপেমেকানোও দলের নিয়মিত সদস্য। অনুশীলনে এই দুই জনের অনুপস্থিতির বিষয়ে ফ্রান্স ফুটবল দলের পক্ষ থেকে অবশ্য কিছু বলা হয়নি। তবে দেশটির ক্রীড়া পত্রিকা লেকিপের খবর, উপেমেকানো গলা ব্যথায় ভুগছেন আর চুয়ামেনি একটু আঘাত পেয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে অবশ্য পুরো সময়ই খেলেছেন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার। চোটের কারণে মাঝেমাঠের দুই অভিজ্ঞ খেলোয়াড় এনগোলো কঁতে ও পল পগবাকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা করেন ফ্রান্স কোচ দিদিয়ে দেশম। আর বিশ্বকাপ শুরুর একদিন আগে ছিটকে যান তারকা স্ট্রাইকার করিম বেনজেমা। এত সব বাধা পেরিয়ে দারুণ ফুটবল উপহার দিয়ে এগিয়ে চলা ফ্রান্সের সামনে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের হাতছানি, গত ৬০ বছরে যা কোনো দল করে দেখাতে পারেনি।