ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

ফ্রান্সে ছুরি নিয়ে হামলায় নিহত ১, আহত ৩ পুলিশ

  • আপডেট সময় : ০৭:৩৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

ফ্রান্সে শনিবার ছুরি হামলার পর পুলিশ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছে। ছবি: এএফপি

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের পূর্বাঞ্চলের নগরী মিলুজে গত শনিবার (২২ ফেব্রুয়ারি) ছুরি নিয়ে হামলায় এক ব্যক্তি নিহত এবং তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

স্থানীয় সময় বিকেল চারটার দিকে ওই হামলার ঘটনা ঘটে। ওই সময় গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর সমর্থনে একটি বিক্ষোভ চলছিল। পুলিশ কর্মকর্তারা সেখানে দায়িত্ব পালন করছিলেন।

সন্দেহভাজন হামলাকারী হিসেবে ঘটনাস্থল থেকে আলজেরিয়ার ৩৭ বছর বয়সী এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এটি সন্ত্রাসী হামলা কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। কারণ জানা গেছে, হামলার সময় ওই ব্যক্তি ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করছিলেন।

যে তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন, তাঁদের মধ্যে দুজনের আঘাত গুরুতর। তাঁদের একজন গলায় ও একজন বুকে আঘাত পেয়েছেন। হামলার সময় ৬৯ বছর বয়সী পর্তুগালের এক নাগরিক বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে ছুরিকাঘাত করা হয় এবং তিনি নিহত হন।

স্থানীয় প্রসিকিউটরের দেওয়া তথ্যানুযায়ী, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন, এমন তালিকায় সন্দেহভাজন হামলাকারীর নাম ছিল এবং তাঁকে বিতাড়নের নির্দেশ দেওয়া হয়েছিল।

প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এ ঘটনাকে সন্দেহাতীতভাবে ইসলামপন্থী সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন। নিহত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মাখোঁ বলেন, ‘আমি আমাদের দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূলের কাজ চালিয়ে যাওয়ার জন্য সরকার ও আমার দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করতে চাই।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বাংলাদেশে উগ্র বাম কমিউনিস্টদের ভোট দিতে দেওয়া হয় ২৯ মিলিয়ন ডলার

ফ্রান্সে ছুরি নিয়ে হামলায় নিহত ১, আহত ৩ পুলিশ

আপডেট সময় : ০৭:৩৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের পূর্বাঞ্চলের নগরী মিলুজে গত শনিবার (২২ ফেব্রুয়ারি) ছুরি নিয়ে হামলায় এক ব্যক্তি নিহত এবং তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

স্থানীয় সময় বিকেল চারটার দিকে ওই হামলার ঘটনা ঘটে। ওই সময় গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর সমর্থনে একটি বিক্ষোভ চলছিল। পুলিশ কর্মকর্তারা সেখানে দায়িত্ব পালন করছিলেন।

সন্দেহভাজন হামলাকারী হিসেবে ঘটনাস্থল থেকে আলজেরিয়ার ৩৭ বছর বয়সী এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এটি সন্ত্রাসী হামলা কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। কারণ জানা গেছে, হামলার সময় ওই ব্যক্তি ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করছিলেন।

যে তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন, তাঁদের মধ্যে দুজনের আঘাত গুরুতর। তাঁদের একজন গলায় ও একজন বুকে আঘাত পেয়েছেন। হামলার সময় ৬৯ বছর বয়সী পর্তুগালের এক নাগরিক বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে ছুরিকাঘাত করা হয় এবং তিনি নিহত হন।

স্থানীয় প্রসিকিউটরের দেওয়া তথ্যানুযায়ী, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন, এমন তালিকায় সন্দেহভাজন হামলাকারীর নাম ছিল এবং তাঁকে বিতাড়নের নির্দেশ দেওয়া হয়েছিল।

প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এ ঘটনাকে সন্দেহাতীতভাবে ইসলামপন্থী সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন। নিহত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মাখোঁ বলেন, ‘আমি আমাদের দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূলের কাজ চালিয়ে যাওয়ার জন্য সরকার ও আমার দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করতে চাই।’