ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্টের পাঁচ বছরের কারাদণ্ড

  • আপডেট সময় : ০৭:১৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজ- ছবি সংগৃহীত

প্রত্যাশা ডেস্ক: ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন প্যারিসের একটি আদালত। লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে লাখ লাখ ইউরো অবৈধ তহবিল নেওয়া সংক্রান্ত মামলায় অপরাধের ষড়যন্ত্র করার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে এই কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আদালত সারকোজিকে ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত কূটনৈতিক অনুগ্রহের বিনিময়ে লিবিয়া থেকে তহবিল নিয়ে তার প্রচারণায় অর্থায়নের জন্য দোষী সাব্যস্ত করেছে। তবে এটি তাকে আরও তিনটি অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে – যার মধ্যে রয়েছে দুর্নীতি, অবৈধ প্রচারণায় অর্থায়ন এবং জনসাধারণের তহবিল আত্মসাৎ।

আদালত সারকোজির রাষ্ট্রপতি থাকাকালীন তার ঘনিষ্ঠ দুই সহযোগী- প্রাক্তন মন্ত্রী ক্লদ গুয়েন্ট এবং ব্রাইস হোর্তেফিউক্সকে অপরাধমূলক সংঘবদ্ধতার জন্য দোষী সাব্যস্ত করেছে। তবে একইভাবে তাদের কিছু অন্যান্য অভিযোগ থেকেও খালাস দিয়েছে।

এদিকে মামলাটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছিলেন সারকোজি।

রাষ্ট্রপক্ষ অভিযোগ করেছে যে এর বিনিময়ে সারকোজি পশ্চিমা দেশগুলোর কাছে গাদ্দাফির খ্যাতি ক্ষুণ্ন করতে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

৭০ বছর বয়সী সারকোজি ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন।

ওআ/আপ্র/২৫/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্টের পাঁচ বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০৭:১৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

প্রত্যাশা ডেস্ক: ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন প্যারিসের একটি আদালত। লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে লাখ লাখ ইউরো অবৈধ তহবিল নেওয়া সংক্রান্ত মামলায় অপরাধের ষড়যন্ত্র করার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে এই কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আদালত সারকোজিকে ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত কূটনৈতিক অনুগ্রহের বিনিময়ে লিবিয়া থেকে তহবিল নিয়ে তার প্রচারণায় অর্থায়নের জন্য দোষী সাব্যস্ত করেছে। তবে এটি তাকে আরও তিনটি অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে – যার মধ্যে রয়েছে দুর্নীতি, অবৈধ প্রচারণায় অর্থায়ন এবং জনসাধারণের তহবিল আত্মসাৎ।

আদালত সারকোজির রাষ্ট্রপতি থাকাকালীন তার ঘনিষ্ঠ দুই সহযোগী- প্রাক্তন মন্ত্রী ক্লদ গুয়েন্ট এবং ব্রাইস হোর্তেফিউক্সকে অপরাধমূলক সংঘবদ্ধতার জন্য দোষী সাব্যস্ত করেছে। তবে একইভাবে তাদের কিছু অন্যান্য অভিযোগ থেকেও খালাস দিয়েছে।

এদিকে মামলাটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছিলেন সারকোজি।

রাষ্ট্রপক্ষ অভিযোগ করেছে যে এর বিনিময়ে সারকোজি পশ্চিমা দেশগুলোর কাছে গাদ্দাফির খ্যাতি ক্ষুণ্ন করতে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

৭০ বছর বয়সী সারকোজি ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন।

ওআ/আপ্র/২৫/০৯/২০২৫