ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫

ফ্রান্সের রাফাল জেট কিনছে মিশর

  • আপডেট সময় : ১১:১৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
  • ৯৭ বার পড়া হয়েছে


আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পর এবার ফ্রান্সের রাফাল যুদ্ধ বিমান কিনছে মিশর। এ নিয়ে সমালোচনার মুখে পড়েছে ফ্রান্স। সূত্রের বরাত দিয়ে ডয়চে ভেলে জানিয়েছে, এপ্রিল মাসেই মিশরের সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়েছিল ফ্রান্সের। মঙ্গলবার মিশরের সরকারি কর্মকর্তারা ফ্রান্সে এসে তাতে চূড়ান্ত সই করবেন।
মিশরকে ৩০টি রাফাল ফাইটার জেট বিক্রি করবে ফ্রান্স। পাশাপাশি বেশ কিছু মিলিটারি ইলেকট্রনিক্স বিক্রি করা হবে। সব মিলিয়ে প্রায় তিন দশমিক ৭৫ বিলিয়ন ইউরোর চুক্তি। প্রাথমিকভাবে বিষয়টি নিয়ে কোনো দেশ কথা না বললেও সোমবার মিশরের সরকারি প্রতিনিধি চুক্তির সত্যতা মেনে নিয়ে একটি টুইট করে
এর আগেও ফ্রান্সের সঙ্গে মিশরের অস্ত্র চুক্তি বহু দূর এগিয়েও শেষ পর্যন্ত ভেস্তে গেছে। মিশর অস্ত্রের দাম দিতে পারবে কি না, তা নিয়ে ফ্রান্স প্রশ্ন তুলেছে। তবে এবার সেই সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। অস্ত্রের জন্য মিশর যে ঋণ নিচ্ছে, তার ৮০ শতাংশই ফ্রান্সের বিভিন্ন সংস্থা থেকে বলে জানা গেছে।
ফ্রান্সের এই পদক্ষেপে দেশের ভিতরেই বিতর্ক শুরু হয়েছে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সরকার নিয়ে আন্তর্জাতিক মহলে বহু বিতর্ক আছে। যেভাবে তার সরকার দেশের মানবাধিকার লঙ্ঘন করছে, প্রায় ৬০ হাজার মানবাধিকার কর্মীকে জেলে ঢুকিয়ে রাখা হয়েছে, তার বিরুদ্ধে সরব গোটা বিশ্ব। সেই পরিস্থিতিতে ফ্রান্স কীভাবে ওই সরকারের সঙ্গে অস্ত্র চুক্তি করছে, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
ফ্রান্স অবশ্য এর আগেও আল সিসিকে সম্মান দিয়েছে। দেশের সর্বোচ্চ সম্মান জ্ঞাপন করা হয়েছে তাকে। যা নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এবারের চুক্তি নিয়ে ফ্রান্সের সরকার এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ফ্রান্সের রাফাল জেট কিনছে মিশর

আপডেট সময় : ১১:১৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১


আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পর এবার ফ্রান্সের রাফাল যুদ্ধ বিমান কিনছে মিশর। এ নিয়ে সমালোচনার মুখে পড়েছে ফ্রান্স। সূত্রের বরাত দিয়ে ডয়চে ভেলে জানিয়েছে, এপ্রিল মাসেই মিশরের সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়েছিল ফ্রান্সের। মঙ্গলবার মিশরের সরকারি কর্মকর্তারা ফ্রান্সে এসে তাতে চূড়ান্ত সই করবেন।
মিশরকে ৩০টি রাফাল ফাইটার জেট বিক্রি করবে ফ্রান্স। পাশাপাশি বেশ কিছু মিলিটারি ইলেকট্রনিক্স বিক্রি করা হবে। সব মিলিয়ে প্রায় তিন দশমিক ৭৫ বিলিয়ন ইউরোর চুক্তি। প্রাথমিকভাবে বিষয়টি নিয়ে কোনো দেশ কথা না বললেও সোমবার মিশরের সরকারি প্রতিনিধি চুক্তির সত্যতা মেনে নিয়ে একটি টুইট করে
এর আগেও ফ্রান্সের সঙ্গে মিশরের অস্ত্র চুক্তি বহু দূর এগিয়েও শেষ পর্যন্ত ভেস্তে গেছে। মিশর অস্ত্রের দাম দিতে পারবে কি না, তা নিয়ে ফ্রান্স প্রশ্ন তুলেছে। তবে এবার সেই সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। অস্ত্রের জন্য মিশর যে ঋণ নিচ্ছে, তার ৮০ শতাংশই ফ্রান্সের বিভিন্ন সংস্থা থেকে বলে জানা গেছে।
ফ্রান্সের এই পদক্ষেপে দেশের ভিতরেই বিতর্ক শুরু হয়েছে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সরকার নিয়ে আন্তর্জাতিক মহলে বহু বিতর্ক আছে। যেভাবে তার সরকার দেশের মানবাধিকার লঙ্ঘন করছে, প্রায় ৬০ হাজার মানবাধিকার কর্মীকে জেলে ঢুকিয়ে রাখা হয়েছে, তার বিরুদ্ধে সরব গোটা বিশ্ব। সেই পরিস্থিতিতে ফ্রান্স কীভাবে ওই সরকারের সঙ্গে অস্ত্র চুক্তি করছে, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
ফ্রান্স অবশ্য এর আগেও আল সিসিকে সম্মান দিয়েছে। দেশের সর্বোচ্চ সম্মান জ্ঞাপন করা হয়েছে তাকে। যা নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এবারের চুক্তি নিয়ে ফ্রান্সের সরকার এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি।