ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

ফ্রান্সের উৎসবে বিচারক ফারুকী

  • আপডেট সময় : ১০:৫৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: নির্মাতা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উজ্জ্বলতম প্রতিনিধি মোস্তফা সরয়ার ফারুকী। বিশ্বের বিভিন্ন দেশের উৎসবে তার সিনেমা অংশ নিয়েছে, প্রশংসা আর পুরস্কারও জিতেছে। এছাড়া তিনি নিজেও একাধিক উৎসবে বিচারকের দায়িত্ব পালন করেছেন। সেই ধারাবাহিকতায় এবার তিনি বিচারক হলেন ফ্রান্সের একটি উৎসবে। যেটার নাম ‘ভেসুল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব এশিয়ান সিনেমা’। এটি তিন দশক ধরে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে ফ্রান্সে। উৎসবটি মূলত এশিয়ার চলচ্চিত্রকে ঘিরেই হয়ে থাকে। আগামী ৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ভেসুল উৎসবের ৩০তম আসর। চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এই উৎসবে বাংলাদেশি নির্মাতা হিসেবে জুরি বোর্ডে জায়গা পেলেন মোস্তফা সরয়ার ফারুকী। আন্তর্জাতিক বিভাগের চলচ্চিত্র দেখে বিচার-বিশ্লেষণ করবেন তিনি। এই জুরি বোর্ডের সভাপতি হিসেবে আছেন ইরানি নির্মাতা মোহসেন মখমলবাফ। এছাড়া অন্য দুই সদস্য হিসেবে রয়েছেন তাইওয়ানের চলচ্চিত্রকার জিরো চৌ ও জাপানের অভিনেতা শজেন। সোমবার (৮ জানুয়ারি) একটি সোশ্যাল বার্তার মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে উৎসব কর্তৃপক্ষ।
এদিকে আন্তর্জাতিক এই উৎসবের জুরি হতে পেরে উচ্ছ্বসিত ফারুকী। বললেন, ‘এই বছরের জুরি বোর্ডের সদস্য হতে পেরে সম্মানিত বোধ করছি; যেখানে প্রেসিডেন্ট হিসেবে আছেন মোহসেন ভাই।’ ভেসুল উৎসবে এর আগেও অংশ নিয়েছেন ফারুকী। তার নির্মিত ‘শনিবার বিকেল’, ‘নো ল্যান্ডস ম্যান’ ছবিগুলো এই উৎসবে পুরস্কারও জিতেছিল। সেই হিসেবে উৎসবটির আবহাওয়া-আঙিনা সবই তার নখদর্পণে। প্রসঙ্গত, ফারুকী নির্মিত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। এটি নিজের জীবনের ঘটনাপ্রবাহের নির্যাস থেকেই বানিয়েছেন। স্ত্রী-অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে অভিনয়েও আছেন তিনি। গত ৩০ নভেম্বর ছবিটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম চরকি-তে।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ফ্রান্সের উৎসবে বিচারক ফারুকী

আপডেট সময় : ১০:৫৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪

বিনোদন ডেস্ক: নির্মাতা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উজ্জ্বলতম প্রতিনিধি মোস্তফা সরয়ার ফারুকী। বিশ্বের বিভিন্ন দেশের উৎসবে তার সিনেমা অংশ নিয়েছে, প্রশংসা আর পুরস্কারও জিতেছে। এছাড়া তিনি নিজেও একাধিক উৎসবে বিচারকের দায়িত্ব পালন করেছেন। সেই ধারাবাহিকতায় এবার তিনি বিচারক হলেন ফ্রান্সের একটি উৎসবে। যেটার নাম ‘ভেসুল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব এশিয়ান সিনেমা’। এটি তিন দশক ধরে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে ফ্রান্সে। উৎসবটি মূলত এশিয়ার চলচ্চিত্রকে ঘিরেই হয়ে থাকে। আগামী ৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ভেসুল উৎসবের ৩০তম আসর। চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এই উৎসবে বাংলাদেশি নির্মাতা হিসেবে জুরি বোর্ডে জায়গা পেলেন মোস্তফা সরয়ার ফারুকী। আন্তর্জাতিক বিভাগের চলচ্চিত্র দেখে বিচার-বিশ্লেষণ করবেন তিনি। এই জুরি বোর্ডের সভাপতি হিসেবে আছেন ইরানি নির্মাতা মোহসেন মখমলবাফ। এছাড়া অন্য দুই সদস্য হিসেবে রয়েছেন তাইওয়ানের চলচ্চিত্রকার জিরো চৌ ও জাপানের অভিনেতা শজেন। সোমবার (৮ জানুয়ারি) একটি সোশ্যাল বার্তার মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে উৎসব কর্তৃপক্ষ।
এদিকে আন্তর্জাতিক এই উৎসবের জুরি হতে পেরে উচ্ছ্বসিত ফারুকী। বললেন, ‘এই বছরের জুরি বোর্ডের সদস্য হতে পেরে সম্মানিত বোধ করছি; যেখানে প্রেসিডেন্ট হিসেবে আছেন মোহসেন ভাই।’ ভেসুল উৎসবে এর আগেও অংশ নিয়েছেন ফারুকী। তার নির্মিত ‘শনিবার বিকেল’, ‘নো ল্যান্ডস ম্যান’ ছবিগুলো এই উৎসবে পুরস্কারও জিতেছিল। সেই হিসেবে উৎসবটির আবহাওয়া-আঙিনা সবই তার নখদর্পণে। প্রসঙ্গত, ফারুকী নির্মিত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। এটি নিজের জীবনের ঘটনাপ্রবাহের নির্যাস থেকেই বানিয়েছেন। স্ত্রী-অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে অভিনয়েও আছেন তিনি। গত ৩০ নভেম্বর ছবিটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম চরকি-তে।