ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে বিরোধিতা, কবিতা পাঠের আসর বাতিল

  • আপডেট সময় : ০১:৪৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

‘ফ্যাসিবাদবিরোধী সাংস্কৃতিক মৈত্রী’ ব্যানারে আসা এই ব্যক্তিদের বিরোধিতার মুখে স্রোত আবৃত্তি সংসদের ‘রবীন্দ্র স্মরণ দ্রোহে, জাগরণে রবীন্দ্রনাথ’ শীর্ষক কবিতা আবৃত্তির অনুষ্ঠান বাতিল করা হয়েছে -ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ‘ফ্যাসিবাদবিরোধী সাংস্কৃতিক মৈত্রী’ ব্যানারে জড়ো হওয়া একদল ব্যক্তির আপত্তির মুখে বাতিল হয়ে গেছে স্রোত আবৃত্তি সংসদের ‘রবীন্দ্র স্মরণ দ্রোহে, জাগরণে রবীন্দ্রনাথ’ শীর্ষক কবিতা আবৃত্তির অনুষ্ঠান। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের দ্বিতীয় তলার ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

ওই অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা সাতটায়। তার এক ঘণ্টা আগে ১০–১২ জনের একটি দল সেখানে যায়। কেন ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত সাংস্কৃতিক কর্মীদের হলে অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়েছে, সেই প্রশ্ন বিশ্বসাহিত্য কেন্দ্র কর্তৃপক্ষকে করে তারা। তারা বলতে থাকে, এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে ফ্যাসিবাদকে নতুন করে পুনর্বাসন করার চেষ্টা চলছে। পরে বিশ্বসাহিত্য কেন্দ্রের নোটিশ বোর্ডে এই কবিতা আবৃত্তির অনুষ্ঠানের নাম মুছে ফেলা হয়। এই ঘটনার আগেই ওই অনুষ্ঠানের বিরোধিতা করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন ‘ফ্যাসিবাদবিরোধী সাংস্কৃতিক মৈত্রী’–এর এই সদস্যরা।

এই কবিতা আবৃত্তির অনুষ্ঠান নিয়ে হল কর্তৃপক্ষ ও বিরোধিতাকারীদের মধ্যে এসব ঘটনার সময় অনুষ্ঠানের আয়োজকদের কাউকে সেখানে দেখা যায়নি। আয়োজক স্রোত আবৃত্তি সংসদ ফেসবুকে এক পোস্টে অনুষ্ঠানটি স্থগিত করার ঘোষণা দিয়েছে। ওই পোস্টে বলা হয়েছে, ‘মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশে মানুষের মুক্তির সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদের রক্ত আমাদের প্রেরণার উৎস। নজরুল-রবীন্দ্রনাথ-জীবনানন্দ-সুকান্ত আমাদের বোধকে শাণিত করে। আমরা শান্তিতে বিশ্বাস করি, সংস্কৃতিকর্মী হিসেবে যেকোনো সংঘাতের বিরুদ্ধে আমাদের অবস্থান। আর তাই আজ ৫ই সেপ্টেম্বর ২০২৫–এর রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে আয়োজিত অনুষ্ঠান স্থগিত করা হলো।’

সানা/আপ্র/০৬/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে বিরোধিতা, কবিতা পাঠের আসর বাতিল

আপডেট সময় : ০১:৪৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ‘ফ্যাসিবাদবিরোধী সাংস্কৃতিক মৈত্রী’ ব্যানারে জড়ো হওয়া একদল ব্যক্তির আপত্তির মুখে বাতিল হয়ে গেছে স্রোত আবৃত্তি সংসদের ‘রবীন্দ্র স্মরণ দ্রোহে, জাগরণে রবীন্দ্রনাথ’ শীর্ষক কবিতা আবৃত্তির অনুষ্ঠান। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের দ্বিতীয় তলার ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

ওই অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা সাতটায়। তার এক ঘণ্টা আগে ১০–১২ জনের একটি দল সেখানে যায়। কেন ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত সাংস্কৃতিক কর্মীদের হলে অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়েছে, সেই প্রশ্ন বিশ্বসাহিত্য কেন্দ্র কর্তৃপক্ষকে করে তারা। তারা বলতে থাকে, এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে ফ্যাসিবাদকে নতুন করে পুনর্বাসন করার চেষ্টা চলছে। পরে বিশ্বসাহিত্য কেন্দ্রের নোটিশ বোর্ডে এই কবিতা আবৃত্তির অনুষ্ঠানের নাম মুছে ফেলা হয়। এই ঘটনার আগেই ওই অনুষ্ঠানের বিরোধিতা করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন ‘ফ্যাসিবাদবিরোধী সাংস্কৃতিক মৈত্রী’–এর এই সদস্যরা।

এই কবিতা আবৃত্তির অনুষ্ঠান নিয়ে হল কর্তৃপক্ষ ও বিরোধিতাকারীদের মধ্যে এসব ঘটনার সময় অনুষ্ঠানের আয়োজকদের কাউকে সেখানে দেখা যায়নি। আয়োজক স্রোত আবৃত্তি সংসদ ফেসবুকে এক পোস্টে অনুষ্ঠানটি স্থগিত করার ঘোষণা দিয়েছে। ওই পোস্টে বলা হয়েছে, ‘মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশে মানুষের মুক্তির সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদের রক্ত আমাদের প্রেরণার উৎস। নজরুল-রবীন্দ্রনাথ-জীবনানন্দ-সুকান্ত আমাদের বোধকে শাণিত করে। আমরা শান্তিতে বিশ্বাস করি, সংস্কৃতিকর্মী হিসেবে যেকোনো সংঘাতের বিরুদ্ধে আমাদের অবস্থান। আর তাই আজ ৫ই সেপ্টেম্বর ২০২৫–এর রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে আয়োজিত অনুষ্ঠান স্থগিত করা হলো।’

সানা/আপ্র/০৬/০৯/২০২৫