ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

‘ফ্যান্টাস্টিক বিস্টস’ সিরিজের নতুন ছবি ঢাকায়

  • আপডেট সময় : ১০:৩০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
  • ১২৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : ২০১৬ সালে মুক্তি পায় ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ সিরিজের প্রথম কিস্তি ‘ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হয়ার টু ফাইন্ড দেম’। দুই বছর পর মুক্তি পায় এর সিক্যুয়েল ‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য ক্রাইমস অব গ্রিন্ডেলওয়ার্ল্ড’। দু’টি ছবিই ব্যাপক সাফল্য অর্জন করেছে। যার ফলে দর্শকরা মুখিয়ে ছিলেন পরবর্তী ছবির জন্য। অবশেষে চার বছর বিরতির পর এবার দর্শকদের অপেক্ষার অবসান ঘটাতে আসছে তৃতীয় ছবি ‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য সিক্রেটস অব ডাম্বলডোর’। ১৫ এপ্রিল আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে ছবিটি। সেন্সর ছাড় সাপেক্ষে একই দিনে ঢাকার স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি। খবরটি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির মিডিয়া ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ।
যথারীতি এবারের ছবিটিও পরিচালনা করেছেন ডেভিড ইয়েটস। ‘হ্যারি পটার’ সিরিজের সবশেষ চারটি ছবির পরিচালকও তিনি। ‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য সিক্রেটস অব ডাম্বলডোর’-এর চিত্রনাট্য লিখেছেন ‘হ্যারি পটার’খ্যাত লেখিকা জে কে রাউলিং ও স্টিভ ক্লোভস। সিনেমাটিতে অভিনয় করেছেন এডি রেডমাইন, জুড ল, এজরা মিলার, ড্যান ফগলার, অ্যালিসন সুডল, ক্যালাম টার্নারসহ জেসিকা উইলিয়ামস, ক্যাথরিন ওয়াটারস্টন এবং ম্যাডস মিকেলসেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

‘ফ্যান্টাস্টিক বিস্টস’ সিরিজের নতুন ছবি ঢাকায়

আপডেট সময় : ১০:৩০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২

বিনোদন ডেস্ক : ২০১৬ সালে মুক্তি পায় ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ সিরিজের প্রথম কিস্তি ‘ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হয়ার টু ফাইন্ড দেম’। দুই বছর পর মুক্তি পায় এর সিক্যুয়েল ‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য ক্রাইমস অব গ্রিন্ডেলওয়ার্ল্ড’। দু’টি ছবিই ব্যাপক সাফল্য অর্জন করেছে। যার ফলে দর্শকরা মুখিয়ে ছিলেন পরবর্তী ছবির জন্য। অবশেষে চার বছর বিরতির পর এবার দর্শকদের অপেক্ষার অবসান ঘটাতে আসছে তৃতীয় ছবি ‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য সিক্রেটস অব ডাম্বলডোর’। ১৫ এপ্রিল আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে ছবিটি। সেন্সর ছাড় সাপেক্ষে একই দিনে ঢাকার স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি। খবরটি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির মিডিয়া ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ।
যথারীতি এবারের ছবিটিও পরিচালনা করেছেন ডেভিড ইয়েটস। ‘হ্যারি পটার’ সিরিজের সবশেষ চারটি ছবির পরিচালকও তিনি। ‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য সিক্রেটস অব ডাম্বলডোর’-এর চিত্রনাট্য লিখেছেন ‘হ্যারি পটার’খ্যাত লেখিকা জে কে রাউলিং ও স্টিভ ক্লোভস। সিনেমাটিতে অভিনয় করেছেন এডি রেডমাইন, জুড ল, এজরা মিলার, ড্যান ফগলার, অ্যালিসন সুডল, ক্যালাম টার্নারসহ জেসিকা উইলিয়ামস, ক্যাথরিন ওয়াটারস্টন এবং ম্যাডস মিকেলসেন।