ঢাকা ১১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

ফোনে ‘ভয়েস টাইপিং’ করার সহজ পদ্ধতি

  • আপডেট সময় : ০৬:০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক: সিরি, এলেক্সা ও জেমিনাইয়ের মত এআই অ্যাসিসট্যান্টগুলোর ব্যবহার বাড়ার ফলে অনেকেই এখন গ্যাজেটের সঙ্গে কথা বলায় অভ্যস্ত। তবে টেক্সট-বক্সে কথা বলার মাধ্যমে যে টাইপ করা সম্ভব তা হয়ত কারও কারও অজানা।
অ্যান্ড্রোয়েড ও আইওএস ডিভাইসে কীভাবে ‘ভয়েস টাইপ’ করা যায় এ বিষয়ে ওয়্যার্ডের এক প্রতিবেদন বলছে, ব্যবহারকারীরা চাইলেই ইচ্ছেমত টাইপ বা ভয়েস টাইপ করতে পারবেন।

অ্যান্ড্রয়েড: পিক্সেল ও অন্যান্য অ্যান্ড্রোয়েড ফোনে সাধারণত জি-বোর্ড থাকে। টাইপ করতে গেলে যখন বোর্ডটি পপ আপ করবে, তখন ভয়েস টাইপিং করতে বোর্ডের একেবারে ডান দিকের মাইক্রোফোন আইকনে চাপ দিয়ে কথা বলা শুরু করতে পারবেন। পরবর্তীতে কী বলবেন তা নির্ভর করে কোন অ্যাপে আছেন। ভয়েস টাইপিংয়ের সময় যে কোনো শব্দ মুছতে ‘ডিলিট’ শব্দ ব্যবহার করতে পারেন, পুরো লেখা মুছতে ‘ক্লিয়ার অল’ বলতে পারেন। যখন লেখার ফরম্যাট বা লেখাটি ঠিকঠাক দেখাবে পরবর্তী ধাপে কী করতে হবে সে সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়। যদি কোনো মেসেজিং অ্যাপে থাকেন তাহলে সাধারণত ‘সেন্ড’ বলার জন্য প্রম্পট দেওয়া হবে। কোনো ছবির মধ্যে কিছু খুঁজলে ‘সার্চ’ বলার পরামর্শ দেওয়া হতে পারে।
ফোনে যদি ভয়েস টাইপিং কাজ না করে তাহলে প্রথমে দেখে নিন সেটি চালু আছে কিনা। না থাকলে ফোনের: সেটিং> সিস্টেম> কিবোর্ড> অন-স্ক্রিন কিবোর্ড> জি-বোর্ড> ভয়েস টাইপিংয়ে গিয়ে চালু করতে পারবেন। এখান থেকে চাইলে অফলাইনে ব্যবহারের অনুমতি দিতে পারবেন এবং কথা বলার সময় বিরামচিহ্ন থাকার অপশন চালু বা বন্ধ করতে পারবেন।

আইওএস: আইফোনেও ভয়েস টাইপিংয়ের সুযোগ রয়েছে। যদিও অ্যাপলের তৈরি নিজস্ব কিবোর্ডই ডিফল্ট হিসেবে থাকে তবে ব্যবহারকারীরা চাইলেই জিবোর্ডের মত কিবোর্ড ব্যবহার করতে পারবেন। বিভিন্ন ধরনের কমান্ডের মাধ্যমে ইমোজি বা বিরাম চিহ্ন টাইপ করা যাবে। এছাড়াও ‘নিউ লাইন’ বা ‘নিউ প্যারাগ্রাফ’-এর মত কমান্ড দিয়ে মেসেজগুলো ভাগ ভাগ করা সম্ভব। তবে আইফোন অ্যান্ড্রোয়েডের মত ‘সেন্ড’ বা ‘সার্চ’ কমান্ড করে সহজে মেসেজ সাবমিট করার সুযোগ দেয়না। যদিও কিছু ক্ষেত্রে কথা বলা বন্ধ করলে স্বয়ংক্রিয়ভাবে সার্চ করা শুরু হয়ে যায়।
সাধারণত ব্যবহারকারীকে ‘মাইক্রোফোন’ বাটনে চাপ দিয়ে বা ‘স্টপ ডিকটেশন’ বলে ‘ভয়েস ডিকটেশন’ বন্ধ করতে হয়। এরপর লেখা সেন্ড করার জন্য বাটনে চাপতে হয়। আইওএসে এটি ডিফল্টভাবেই সেট থাকার কথা, তবে যদি না থাকে তাহলে আইওএস সেটিং এ গিয়ে জেনারেল> কিবোর্ড খুলুন এবং ‘ইনএবল ডিকটেশন’ টগল অপশনটি অন আছে কিনা নিশ্চত হন।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ফোনে ‘ভয়েস টাইপিং’ করার সহজ পদ্ধতি

আপডেট সময় : ০৬:০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

প্রযুক্তি ডেস্ক: সিরি, এলেক্সা ও জেমিনাইয়ের মত এআই অ্যাসিসট্যান্টগুলোর ব্যবহার বাড়ার ফলে অনেকেই এখন গ্যাজেটের সঙ্গে কথা বলায় অভ্যস্ত। তবে টেক্সট-বক্সে কথা বলার মাধ্যমে যে টাইপ করা সম্ভব তা হয়ত কারও কারও অজানা।
অ্যান্ড্রোয়েড ও আইওএস ডিভাইসে কীভাবে ‘ভয়েস টাইপ’ করা যায় এ বিষয়ে ওয়্যার্ডের এক প্রতিবেদন বলছে, ব্যবহারকারীরা চাইলেই ইচ্ছেমত টাইপ বা ভয়েস টাইপ করতে পারবেন।

অ্যান্ড্রয়েড: পিক্সেল ও অন্যান্য অ্যান্ড্রোয়েড ফোনে সাধারণত জি-বোর্ড থাকে। টাইপ করতে গেলে যখন বোর্ডটি পপ আপ করবে, তখন ভয়েস টাইপিং করতে বোর্ডের একেবারে ডান দিকের মাইক্রোফোন আইকনে চাপ দিয়ে কথা বলা শুরু করতে পারবেন। পরবর্তীতে কী বলবেন তা নির্ভর করে কোন অ্যাপে আছেন। ভয়েস টাইপিংয়ের সময় যে কোনো শব্দ মুছতে ‘ডিলিট’ শব্দ ব্যবহার করতে পারেন, পুরো লেখা মুছতে ‘ক্লিয়ার অল’ বলতে পারেন। যখন লেখার ফরম্যাট বা লেখাটি ঠিকঠাক দেখাবে পরবর্তী ধাপে কী করতে হবে সে সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়। যদি কোনো মেসেজিং অ্যাপে থাকেন তাহলে সাধারণত ‘সেন্ড’ বলার জন্য প্রম্পট দেওয়া হবে। কোনো ছবির মধ্যে কিছু খুঁজলে ‘সার্চ’ বলার পরামর্শ দেওয়া হতে পারে।
ফোনে যদি ভয়েস টাইপিং কাজ না করে তাহলে প্রথমে দেখে নিন সেটি চালু আছে কিনা। না থাকলে ফোনের: সেটিং> সিস্টেম> কিবোর্ড> অন-স্ক্রিন কিবোর্ড> জি-বোর্ড> ভয়েস টাইপিংয়ে গিয়ে চালু করতে পারবেন। এখান থেকে চাইলে অফলাইনে ব্যবহারের অনুমতি দিতে পারবেন এবং কথা বলার সময় বিরামচিহ্ন থাকার অপশন চালু বা বন্ধ করতে পারবেন।

আইওএস: আইফোনেও ভয়েস টাইপিংয়ের সুযোগ রয়েছে। যদিও অ্যাপলের তৈরি নিজস্ব কিবোর্ডই ডিফল্ট হিসেবে থাকে তবে ব্যবহারকারীরা চাইলেই জিবোর্ডের মত কিবোর্ড ব্যবহার করতে পারবেন। বিভিন্ন ধরনের কমান্ডের মাধ্যমে ইমোজি বা বিরাম চিহ্ন টাইপ করা যাবে। এছাড়াও ‘নিউ লাইন’ বা ‘নিউ প্যারাগ্রাফ’-এর মত কমান্ড দিয়ে মেসেজগুলো ভাগ ভাগ করা সম্ভব। তবে আইফোন অ্যান্ড্রোয়েডের মত ‘সেন্ড’ বা ‘সার্চ’ কমান্ড করে সহজে মেসেজ সাবমিট করার সুযোগ দেয়না। যদিও কিছু ক্ষেত্রে কথা বলা বন্ধ করলে স্বয়ংক্রিয়ভাবে সার্চ করা শুরু হয়ে যায়।
সাধারণত ব্যবহারকারীকে ‘মাইক্রোফোন’ বাটনে চাপ দিয়ে বা ‘স্টপ ডিকটেশন’ বলে ‘ভয়েস ডিকটেশন’ বন্ধ করতে হয়। এরপর লেখা সেন্ড করার জন্য বাটনে চাপতে হয়। আইওএসে এটি ডিফল্টভাবেই সেট থাকার কথা, তবে যদি না থাকে তাহলে আইওএস সেটিং এ গিয়ে জেনারেল> কিবোর্ড খুলুন এবং ‘ইনএবল ডিকটেশন’ টগল অপশনটি অন আছে কিনা নিশ্চত হন।