প্রযুক্তি ডেস্ক: পানির নিচে টিকে থাকার সক্ষমতা বা ওয়াটার রেজিজট্যান্সে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েছে রিয়েলমি সি৮৫ সিরিজ। সম্প্রতি বাংলাদেশের বাজারে উন্মোচিত এই সিরিজের ‘রিয়েলমি সি৮৫ প্রো’ স্মার্টফোনটি নিয়ে এই অনন্য নজির স্থাপন করেছে প্রযুক্তি ব্র্যান্ডটি।
ইন্ডাস্ট্রির সর্বোচ্চ ‘আইপি৬৯ প্রো’ রেটিংযুক্ত এই স্মার্টফোনটি ‘মোস্ট পিপল পারফর্মিং এ মোবাইল ফোন ওয়াটার-রেজিজট্যান্স টেস্ট সিমুলটেনাসলি’ বা সবচেয়ে বেশি সংখ্যক মানুষের একইসঙ্গে মোবাইল ফোনের জলরোধী পরীক্ষা শিরোনামে এই স্বীকৃতি অর্জন করে।
ইন্দোনেশিয়ার জাকার্তায় সিলান্ডক স্পোর্টস সেন্টারে এই রেকর্ড গড়ার আয়োজন করা হয়। সেখানে ২৮০ জন অংশগ্রহণকারী ডোমিনো-স্টাইলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের রিয়েলমি সি৮৫ সিরিজের ফোনগুলো একযোগে পানিতে ডুবিয়ে দেন। টানা দুই মিনিট পানির নিচে রাখার পর ফোনগুলো তুলে দেখা যায় সবগুলো ডিভাইস স্বাভাবিকভাবে কাজ করছে। এর ভিত্তিতেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে ফোনটি।
রিয়েলমি জানায়, ফোনটিতে ব্যবহার করা হয়েছে আইপি৬৯ প্রো ওয়াটার-রেজিজট্যান্স প্রযুক্তি। এটি আইপি৬৯কে, আইপি৬৮ ও আইপি৬৬ স্ট্যান্ডার্ডের তুলনায় উন্নত। ল্যাব টেস্ট করে কোম্পানিটি বলেছে, ডিভাইসটি ছয় মিটার পানির গভীরে ৩০ মিনিট এবং আধা মিটার গভীরে টানা ৬০ দিন থাকার পরও সচল থাকে। চার্জের স্থায়িত্ব নিশ্চিত করতে ফোনটিতে যুক্ত করা হয়েছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ‘টাইটান’ ব্যাটারি, যা দীর্ঘ সময় চার্জ ধরে রাখতে সক্ষম।
বর্তমানে বাংলাদেশের বাজারে রিয়েলমি সি৮৫ প্রো স্মার্টফোনটি তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। এর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২০,৯৯৯ টাকা, ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ২২,৯৯৯ টাকায় এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ২৪,৯৯৯ টাকায় কেনা যাবে।
সানা/ওআ/আপ্র/২৪/১১/২০২৫


























