প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি ওয়াশিংটন-বেইজিং সম্পর্কে অস্থিরতা তৈরি হওয়ায় গাড়ি বানানোর দিকে ঝুঁকছে আইফোন নির্মাতা ফক্সকন। সেই উদ্দেশ্যে তার সাপ্লাই চেইনও নতুন করে সাজানো শুরু করেছে প্রতিষ্ঠানটি।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইয়ং লিউ বলেন, তাইওয়ানভিত্তিক এই প্রতিষ্ঠানটি নিয়ে তিনি শঙ্কিত। তিনি বলেন, চীন থেকে কিছু সাপ্লাই চেইন সরিয়ে ফেলেছেন। আর আগামী দশকে ইভি (ইলেকট্রনিক ভেহিক্যাল) তৈরিতে ভলো করবেন বলে তিনি মনে করেন।
লিউ আরও বলেন, আমাদের বিজনেস কনটিনিউইটি প্ল্যানিং চলছে। সেই সঙ্গে জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট কিছু পণ্যের প্রোডাক্ট লাইন আমরা চীন থেকে সরিয়ে মেক্সিকো আর ভিয়েতনামে নিয়ে যাচ্ছি। তবে চীনের সরকার ফক্সকনের মতো প্রতিষ্ঠান ব্যবসা করে যাক এমনটাই চায় বলে মন্তব্য করেন লিউ। কেননা তারা অনেক বড় একটি কর্মসংস্থান তৈরি করেছে।
উল্লেখ্য, ফক্সকনের প্রাতিষ্ঠানিকভাবে পরিচিত হন-হাই টেকনোলজি নামে। ১৯৭৪ সালে প্রতিষ্ঠানটি টিভির নব বানানো দিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে এটি পৃথিবীর অন্যতম শক্তিশালী প্রযুক্তি প্রতিষ্ঠান। বার্ষিক রাজস্ব ২০০ বিলিয়ন ডলার। আইফোন বা আইম্যাক থেকে শুরু করে প্রতিষ্ঠানটি অ্যাপলের অর্ধেকেরও বেশি পণ্য উৎপদন করে। এছাড়া এর ক্রেতার তলিকায় রয়েছে মাইক্রোসফট, সনি, ডেল ও অ্যামাজন।