ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

ফোনসেটের খালি বাক্স আবর্জনা নয়

  • আপডেট সময় : ০৪:৩২:১২ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • ১১৪ বার পড়া হয়েছে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: নতুন ফোন কিনে ঘরে আনার পর বেশির ভাগ মানুষ বাক্স ফেলে দিন। মনে করেন এই বক্স জঞ্জাল। অথচ যতদিন ফোন আছে ততদিন বাক্সটি সংরক্ষণ করা উচিত। ওই ফোন ব্যবহার করা অবস্থায় এটি করা উচিত নয়।
ফোন যতদিন থাকবে ততদিন ফোনের বাক্স রেখে দেওয়া জরুরি। কারণ এতে রয়েছে আসল ‘ধন’। তা একবার চলে গেলে আর ফিরে আসবে না। ফোনের খালি বাক্স আবর্জনা নয়। মোবাইলের সবকিছু লেখা থাকে। তা অনেক সমস্যার সমাধান করতে পারে।
বিক্রয় মূল্য: কেউ যদি ভবিষ্যতে নিজেদের ফোন বিক্রয় করার সিদ্ধান্ত নেয়, তাহলে আসল বাক্সটি থাকলে সেটির পুনঃবিক্রয়ের সম্ভাবনা এবং মূল্য বাড়তে পারে। ক্রেতারা প্রায়ই আসল প্যাকেজিংসহ পণ্য কিনতে পছন্দ করে। কারণ এটি দেখায় যে পণ্যটি সঠিকভাবে রাখা হয়েছে।
স্টোরেজ ও সুরক্ষা: এ বাক্সটি ব্যবহার সময় ফোন এবং এর আনুষঙ্গিকগুলো রাখার জন্য একটি নিরাপদ জায়গা প্রদান করে। এটি ডিভাইসটিকে ধুলা, স্ক্র্যাচ এবং অন্যান্য ক্ষতি থেকে রক্ষা করে।
ওয়ারেন্টি ও মেরামত: বক্সে প্রায়ই সিরিয়াল নম্বর এবং ওগঊও নম্বরের মতো গুরুত্বপূর্ণ তথ্য থাকে। এই তথ্য ওয়ারেন্টি দাবি বা মেরামতের জন্য প্রয়োজনীয়।
উপহার দেওয়া: কেউ চাইলে সেই ফোনটা অন্য কাউকে দিতে পারে। তবুও উপহার হিসেবে ফোনটিকে এর আসল বক্সে দেওয়া এটিকে বেশ উপস্থাপনযোগ্য করে তোলে। কেন না, ফোন তার আসল বাক্সে থাকলে তবেই তা সম্পূর্ণ বলে মনে হয়।
বিশেষ সংস্করণের বাক্স: অনেক ফোন বিশেষ সংস্করণ বাক্সে প্যাক করা হয়। এই ধরনের একটি বাক্স বিশেষভাবে সাবধানে রাখা উচিত। কারণ, তা নিজেদের মধ্যে অনন্য এবং কিছু সময় পরে তারা মূল্যবান বিভাগেও পড়তে পারে।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফোনসেটের খালি বাক্স আবর্জনা নয়

আপডেট সময় : ০৪:৩২:১২ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: নতুন ফোন কিনে ঘরে আনার পর বেশির ভাগ মানুষ বাক্স ফেলে দিন। মনে করেন এই বক্স জঞ্জাল। অথচ যতদিন ফোন আছে ততদিন বাক্সটি সংরক্ষণ করা উচিত। ওই ফোন ব্যবহার করা অবস্থায় এটি করা উচিত নয়।
ফোন যতদিন থাকবে ততদিন ফোনের বাক্স রেখে দেওয়া জরুরি। কারণ এতে রয়েছে আসল ‘ধন’। তা একবার চলে গেলে আর ফিরে আসবে না। ফোনের খালি বাক্স আবর্জনা নয়। মোবাইলের সবকিছু লেখা থাকে। তা অনেক সমস্যার সমাধান করতে পারে।
বিক্রয় মূল্য: কেউ যদি ভবিষ্যতে নিজেদের ফোন বিক্রয় করার সিদ্ধান্ত নেয়, তাহলে আসল বাক্সটি থাকলে সেটির পুনঃবিক্রয়ের সম্ভাবনা এবং মূল্য বাড়তে পারে। ক্রেতারা প্রায়ই আসল প্যাকেজিংসহ পণ্য কিনতে পছন্দ করে। কারণ এটি দেখায় যে পণ্যটি সঠিকভাবে রাখা হয়েছে।
স্টোরেজ ও সুরক্ষা: এ বাক্সটি ব্যবহার সময় ফোন এবং এর আনুষঙ্গিকগুলো রাখার জন্য একটি নিরাপদ জায়গা প্রদান করে। এটি ডিভাইসটিকে ধুলা, স্ক্র্যাচ এবং অন্যান্য ক্ষতি থেকে রক্ষা করে।
ওয়ারেন্টি ও মেরামত: বক্সে প্রায়ই সিরিয়াল নম্বর এবং ওগঊও নম্বরের মতো গুরুত্বপূর্ণ তথ্য থাকে। এই তথ্য ওয়ারেন্টি দাবি বা মেরামতের জন্য প্রয়োজনীয়।
উপহার দেওয়া: কেউ চাইলে সেই ফোনটা অন্য কাউকে দিতে পারে। তবুও উপহার হিসেবে ফোনটিকে এর আসল বক্সে দেওয়া এটিকে বেশ উপস্থাপনযোগ্য করে তোলে। কেন না, ফোন তার আসল বাক্সে থাকলে তবেই তা সম্পূর্ণ বলে মনে হয়।
বিশেষ সংস্করণের বাক্স: অনেক ফোন বিশেষ সংস্করণ বাক্সে প্যাক করা হয়। এই ধরনের একটি বাক্স বিশেষভাবে সাবধানে রাখা উচিত। কারণ, তা নিজেদের মধ্যে অনন্য এবং কিছু সময় পরে তারা মূল্যবান বিভাগেও পড়তে পারে।