ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫

ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে গালি, মেহেরপুরে যুবক গ্রেফতার

  • আপডেট সময় : ১২:৪৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে

মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামে ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রীকে গালি দেওয়ার অভিযোগে আবু তালেবকে (৪৭) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমের নেতৃত্বে ২ দিন ধরে ডিবির একটি টিম যশোর, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের কয়েকটি গ্রামে অভিযান চালানোর পর বুধবার রাত সাড়ে ৯টার দিকে গাংনী উপজেলার সহগলপুর থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। ডিবির ওসি সাইফুল আলম জানান, আবু তালেব শনিবার রাতে তেলের দাম বৃদ্ধি হওয়ায় নিজ ফেসবুক আইডিতে লাইভে এসে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন। যা রাষ্ট্রদ্রোহ অপরাধের শামিল। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাকে গ্রেফতারের জন্য দুই দিন ধরে যশোর, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় অভিযান চালানো হয়। পরে গাংনী উপজেলার সহগলপুর থেকে তাকে আটক করে প্রথমে ডিবি কার্যালয়ে এবং পরে গাংনী থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় গাংনী থানায় ডিজিটাল নিরাপত্তা আইন এবং রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলেও জানান তিনি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে গালি, মেহেরপুরে যুবক গ্রেফতার

আপডেট সময় : ১২:৪৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২

মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামে ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রীকে গালি দেওয়ার অভিযোগে আবু তালেবকে (৪৭) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমের নেতৃত্বে ২ দিন ধরে ডিবির একটি টিম যশোর, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের কয়েকটি গ্রামে অভিযান চালানোর পর বুধবার রাত সাড়ে ৯টার দিকে গাংনী উপজেলার সহগলপুর থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। ডিবির ওসি সাইফুল আলম জানান, আবু তালেব শনিবার রাতে তেলের দাম বৃদ্ধি হওয়ায় নিজ ফেসবুক আইডিতে লাইভে এসে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন। যা রাষ্ট্রদ্রোহ অপরাধের শামিল। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাকে গ্রেফতারের জন্য দুই দিন ধরে যশোর, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় অভিযান চালানো হয়। পরে গাংনী উপজেলার সহগলপুর থেকে তাকে আটক করে প্রথমে ডিবি কার্যালয়ে এবং পরে গাংনী থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় গাংনী থানায় ডিজিটাল নিরাপত্তা আইন এবং রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলেও জানান তিনি।