ঢাকা ১২:২৩ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

ফেসবুক মেসেঞ্জারকে হটিয়ে ডাউনলোডের শীর্ষে টিকটক

  • আপডেট সময় : ১১:১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
  • ১৪২ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : গেল বছর বিশ্বব্যাপী যতো অ্যাপ ডাউনলোড করা হয়েছে, তার মধ্যে শীর্ষে ছিলো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। কোভিড-১৯ মহামারীর বৈশ্বিক সংক্রমণের বছরে চীনের প্রতিষ্ঠান বাইটড্যান্সের নির্মিত অ্যাপটির এই সাফল্যের খবর জানিয়েছে ডিজিটাল অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ‘অ্যাপ অ্যানি’।

বিবিসি জানিয়েছে, অ্যাপ অ্যানির তালিকায় শীর্ষ পাঁচের মধ্যে বাকি চারটিই ছিলো সামাজিক মাধ্যম ফেসবুকের মালিকানাধীন অ্যাপ। নিজ দেশ চীনেও ডাউনলোডের হিসেবে শীর্ষ স্থান দখল করে নিয়েছে টিকটকের চীনা সংস্করণ ‘ডৌয়িন’।

মার্কিন যুক্তরাষ্ট্রে সে সময়ের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটক নিষিদ্ধ করার চেষ্টা করলেও তার প্রভাব পড়েনি অ্যাপটির বৈশ্বিক জনপ্রিয়তায়। ২০১৮ এবং ২০১৯ সালে সবচেয়ে বেশি ডাউনলোডের বৈশ্বিক তালিকায় ফেইসবুকের মালিকানায় থাকা অ্যাপগুলোর একচ্ছত্র আধিপত্য ছিলো। সেই চিত্র বদলে গেছে ২০২০ সালে।
অ্যাপ অ্যানির তালিকার শীর্ষ পাঁচে আছে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক মেসেঞ্জার।
গেল বছর মার্কিন বাজারে টিকটকের নতুন ডাউনলোড বন্ধ করতে নির্বাহী আদেশ দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টিকটক যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য ঝুঁকিপূর্ণ এবং এর মাধ্যমে চীন সরকার ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটার নাগাল পাচ্ছে বলে অভিযোগ তুলেছিলো ট্রাম্প প্রশাসন। বরাবরই ট্রাম্প সরকারের অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছে অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান।
ওই জটিলতার সমাধান হিসেবে বাইটড্যান্সের যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসার কিছু অংশ প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল এবং খুচরা পণ্য বিক্রয়ের বহুজাতিক প্রতিষ্ঠান ওয়ালমার্টের কাছে বিক্রির প্রস্তাব উঠেছিলো। ট্রাম্প সরকার ওই চুক্তিকে সবুজ সংকেত দিলেও অনুমোদন মেলেনি চীন সরকারের পক্ষ থেকে।
জানুয়ারি মাসে জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ তুলে নিয়েছেন।
অন্যদিকে, অগাস্টের প্রথম সপ্তাহে ভিডিও ক্লিপ গায়েব করে দেওয়ার নতুন ফিচার নিয়ে পরীক্ষা চালানো শুরু করেছে টিকটক। স্ন্যাপচ্যাট, ফেসবুক এবং ইনস্টাগ্রামে এমন ফিচার আছে আগে থেকেই।
‘টিকটক স্টোরিজ’ হিসেবে পোস্ট করা ভিডিওগুলো ২৪ ঘন্টা দেখার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। এরপর মুছে যাবে ওই ভিডিওগুলো। সম্প্রতি ফটো বা ভিডিও দেখার পর সেটি গায়েব হয়ে যাওয়ার ফিচার চালু হয়েছে হোয়াটসঅ্যাপে। তারপরই প্রায় একই রকমের নিজস্ব ফিচার নিয়ে পরীক্ষা-নিরিক্ষা শুরু করে টিকটক।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

অতিরিক্ত সংস্কার করতে গিয়ে যেন রাষ্ট্র কাঠামো দুর্বল না হয়: আইন উপদেষ্টা

ফেসবুক মেসেঞ্জারকে হটিয়ে ডাউনলোডের শীর্ষে টিকটক

আপডেট সময় : ১১:১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১

প্রযুক্তি ডেস্ক : গেল বছর বিশ্বব্যাপী যতো অ্যাপ ডাউনলোড করা হয়েছে, তার মধ্যে শীর্ষে ছিলো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। কোভিড-১৯ মহামারীর বৈশ্বিক সংক্রমণের বছরে চীনের প্রতিষ্ঠান বাইটড্যান্সের নির্মিত অ্যাপটির এই সাফল্যের খবর জানিয়েছে ডিজিটাল অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ‘অ্যাপ অ্যানি’।

বিবিসি জানিয়েছে, অ্যাপ অ্যানির তালিকায় শীর্ষ পাঁচের মধ্যে বাকি চারটিই ছিলো সামাজিক মাধ্যম ফেসবুকের মালিকানাধীন অ্যাপ। নিজ দেশ চীনেও ডাউনলোডের হিসেবে শীর্ষ স্থান দখল করে নিয়েছে টিকটকের চীনা সংস্করণ ‘ডৌয়িন’।

মার্কিন যুক্তরাষ্ট্রে সে সময়ের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটক নিষিদ্ধ করার চেষ্টা করলেও তার প্রভাব পড়েনি অ্যাপটির বৈশ্বিক জনপ্রিয়তায়। ২০১৮ এবং ২০১৯ সালে সবচেয়ে বেশি ডাউনলোডের বৈশ্বিক তালিকায় ফেইসবুকের মালিকানায় থাকা অ্যাপগুলোর একচ্ছত্র আধিপত্য ছিলো। সেই চিত্র বদলে গেছে ২০২০ সালে।
অ্যাপ অ্যানির তালিকার শীর্ষ পাঁচে আছে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক মেসেঞ্জার।
গেল বছর মার্কিন বাজারে টিকটকের নতুন ডাউনলোড বন্ধ করতে নির্বাহী আদেশ দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টিকটক যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য ঝুঁকিপূর্ণ এবং এর মাধ্যমে চীন সরকার ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটার নাগাল পাচ্ছে বলে অভিযোগ তুলেছিলো ট্রাম্প প্রশাসন। বরাবরই ট্রাম্প সরকারের অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছে অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান।
ওই জটিলতার সমাধান হিসেবে বাইটড্যান্সের যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসার কিছু অংশ প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল এবং খুচরা পণ্য বিক্রয়ের বহুজাতিক প্রতিষ্ঠান ওয়ালমার্টের কাছে বিক্রির প্রস্তাব উঠেছিলো। ট্রাম্প সরকার ওই চুক্তিকে সবুজ সংকেত দিলেও অনুমোদন মেলেনি চীন সরকারের পক্ষ থেকে।
জানুয়ারি মাসে জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ তুলে নিয়েছেন।
অন্যদিকে, অগাস্টের প্রথম সপ্তাহে ভিডিও ক্লিপ গায়েব করে দেওয়ার নতুন ফিচার নিয়ে পরীক্ষা চালানো শুরু করেছে টিকটক। স্ন্যাপচ্যাট, ফেসবুক এবং ইনস্টাগ্রামে এমন ফিচার আছে আগে থেকেই।
‘টিকটক স্টোরিজ’ হিসেবে পোস্ট করা ভিডিওগুলো ২৪ ঘন্টা দেখার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। এরপর মুছে যাবে ওই ভিডিওগুলো। সম্প্রতি ফটো বা ভিডিও দেখার পর সেটি গায়েব হয়ে যাওয়ার ফিচার চালু হয়েছে হোয়াটসঅ্যাপে। তারপরই প্রায় একই রকমের নিজস্ব ফিচার নিয়ে পরীক্ষা-নিরিক্ষা শুরু করে টিকটক।