ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

ফেসবুক বেশি ব্যবহার করলেই বাজবে অ্যালার্ম

  • আপডেট সময় : ১১:৪২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : প্রচলিত সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ফেসবুক। সম্প্রতি ফেসবুক অ্যাকটিভিটি ড্যাশবোর্ড টুলস নামের একটি ফিচার নিয়ে এসেছে। ফলে ব্যবহারকারীরা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ফেসবুক ব্যবহারের সীমা নির্ধারিত করতে পারবেন। এই ফিচারের মাধ্যমে ফেসবুকে আপনি দিনে কত সময় ব্যয় করবেন তাও নির্ধারণ করতে পারবেন। সেই সময় শেষ হলেই বেজে উঠবে অ্যালার্ম। এই ফিচার মূলত একটি মনিটরিং টুল হিসেবে কাজ করবে। অনেকটা অ্যালার্ম ঘড়ির মতো। অর্থাৎ ফেসবুক নির্দিষ্ট সময়ের বেশি ব্যবহার করলেই এই অ্যালার্ম অ্যাক্টিভ হয়ে যাবে এবং ব্যবহারকারীকে নোটিফিকেশন দিতে থাকবে। তাহলে চলুন জেনে নেই কীভাবে ফেসবুকে টাইম রিমাইন্ডার সেট করা যাবে-
১. অ্যান্ড্রয়েড বা আইওএস স্মার্টফোন থেকে, আপনার ফেসবুক প্রোফাইলে লগ ইন করুন।
২. উপরের ডানদিকে কোণায় থ্রিডট লাইনের মেনু আইকনে ক্লিক করুন।
৩. নীচে স্ক্রোল করে ঝবঃঃরহমং ধহফ চৎরাধপু অপশনটি সিলেক্ট করে নিন।
৪. এবার প্রদর্শিত তালিকা থেকে ঝবঃঃরহমং অপশনটি বেছে নিন।
৫. পরবর্তী ধাপে চৎবভবৎবহপব এর অধীনে ‘ণড়ঁৎ ঞরসব ড়হ ঋধপবনড়ড়শ’ বলে একটি অপশন থাকবে।
৬. সেটি বেছে একদম শেষে ‘ঝবঃ উধরষু ঞরসব জবসরহফবৎ’ অপশনটি পাবেন।
৭. এবার নির্দিষ্ট টাইম লিমিট সেট করে দিন যা অতিক্রম হলেই নোটিফাই করা হবে আপনাকে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ফেসবুক বেশি ব্যবহার করলেই বাজবে অ্যালার্ম

আপডেট সময় : ১১:৪২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২

প্রত্যাশা ডেস্ক : প্রচলিত সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ফেসবুক। সম্প্রতি ফেসবুক অ্যাকটিভিটি ড্যাশবোর্ড টুলস নামের একটি ফিচার নিয়ে এসেছে। ফলে ব্যবহারকারীরা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ফেসবুক ব্যবহারের সীমা নির্ধারিত করতে পারবেন। এই ফিচারের মাধ্যমে ফেসবুকে আপনি দিনে কত সময় ব্যয় করবেন তাও নির্ধারণ করতে পারবেন। সেই সময় শেষ হলেই বেজে উঠবে অ্যালার্ম। এই ফিচার মূলত একটি মনিটরিং টুল হিসেবে কাজ করবে। অনেকটা অ্যালার্ম ঘড়ির মতো। অর্থাৎ ফেসবুক নির্দিষ্ট সময়ের বেশি ব্যবহার করলেই এই অ্যালার্ম অ্যাক্টিভ হয়ে যাবে এবং ব্যবহারকারীকে নোটিফিকেশন দিতে থাকবে। তাহলে চলুন জেনে নেই কীভাবে ফেসবুকে টাইম রিমাইন্ডার সেট করা যাবে-
১. অ্যান্ড্রয়েড বা আইওএস স্মার্টফোন থেকে, আপনার ফেসবুক প্রোফাইলে লগ ইন করুন।
২. উপরের ডানদিকে কোণায় থ্রিডট লাইনের মেনু আইকনে ক্লিক করুন।
৩. নীচে স্ক্রোল করে ঝবঃঃরহমং ধহফ চৎরাধপু অপশনটি সিলেক্ট করে নিন।
৪. এবার প্রদর্শিত তালিকা থেকে ঝবঃঃরহমং অপশনটি বেছে নিন।
৫. পরবর্তী ধাপে চৎবভবৎবহপব এর অধীনে ‘ণড়ঁৎ ঞরসব ড়হ ঋধপবনড়ড়শ’ বলে একটি অপশন থাকবে।
৬. সেটি বেছে একদম শেষে ‘ঝবঃ উধরষু ঞরসব জবসরহফবৎ’ অপশনটি পাবেন।
৭. এবার নির্দিষ্ট টাইম লিমিট সেট করে দিন যা অতিক্রম হলেই নোটিফাই করা হবে আপনাকে।