প্রযুক্তি ডেস্ক : নিজ ভূখ-ে ফেসবুক নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে রাশিয়া। বিশ্বের বৃহত্তম সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মটি বন্ধ করার চেষ্টায় দেশটি তিরস্কারও পেয়েছে মার্কিন প্রশাসনের কাছ থেকে।
“২০২২ সালের মার্চে, রাশিয়ান ফেডারেশনে (মেটা প্ল্যাটফর্মস, মালিকানাধীন) ফেসবুক নেটওয়ার্কে অ্যাক্সেস ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” – রাশিয়ার যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রসকোমনাদজর বলেছে এক বিবৃতিতে।
এর আগে আরটি ও স্পুটনিকসহ রাষ্ট্রীয় গণমাধ্যম চ্যানেলগুলোয় ফেসবুকের প্রবেশাধিকার সীমিত করার কয়েকদিন পর এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানালো রুশ সরকার। দেশটির সরকারি কর্মকর্তারা ফেইসবুকের বিরুদ্ধে দুই ডজনেরও বেশি ক্ষেত্রে রাশিয়ান মিডিয়ার বিরুদ্ধে ‘বৈষম্যমূলক’ আচরণের অভিযোগ এনেছেন।
রসকোমনাদজরের ব্যাখ্যা হচ্ছে, “রাশিয়ান ব্যবহারকারীদের কাছ থেকে ফেইসবুক বন্ধ করার অন্যতম কারণ হচ্ছে, তথ্যের অবাধ প্রবাহের অংশ হিসেবে বিদেশী ইন্টারনেট প্ল্যাটফর্মগুলোয় রাশিয়ান ব্যবহারকারীদের জন্য রাশিয়ান মিডিয়ার সংবাদ নির্বিঘেœ অ্যাক্সেসের মূল নীতি ফেসবুকের দিক থেকে লঙ্ঘন করা। কাজেই সেই অন্যায় রোধ করার স্বার্থেই ফেসবুক বন্ধ করেছে রাশিয়া। এর প্রতিক্রিয়ায়, মেটা’র বৈশ্বিক জনসংযোগ বিভাগের প্রেসিডেন্ট নিক ক্লেইগ বলেন, তার প্রতিষ্ঠান “পরিষেবা পুনরুদ্ধারের জন্য সাধ্যের সবটুকু” করছে। নইলে “লক্ষ লক্ষ সাধারণ রাশিয়ান শীঘ্রই নির্ভরযোগ্য তথ্য থেকে নিজেদের বিচ্ছিন্ন অবস্থায় দেখবেন।”
ফেসবুকের বিরুদ্ধে রাশিয়ার এই কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিয়ে শুক্রবারের প্রেস ব্রিফিংয়ে হোয়াইট হাউসের জনসংযোগ প্রধান জেন সাকি প্রতিক্রিয়া জানান। তিনি অভিযোগের তীর তাক করেন রাশিয়ার দিকেই।
সাকি বলেন, “এটি তাদের কর্মকা-ের অংশ, যেমনটি আপনি জানেন, তাদের জনগণের কাছ থেকে তথ্যের একটি বিশেষ অংশ আড়াল করে ফেলার জন্য, ইউক্রেইনে যুদ্ধ সম্পর্কে তথ্য প্রবাহ সীমিত করার জন্য” রাশিয়া এই পদক্ষেপ নিয়েছে।
“এটা একটা প্যাটার্ন, এটা নতুন কোনো পদ্ধতি নয়। এটা তারা করছে পছন্দসই তথ্য জনগণের কাছে পৌঁছানোর জন্য, তাদের দেশে তথ্যের উপর খড়্গহস্ত হওয়ার জন্য।”
ফেসবুক বন্ধ নিয়ে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অভিযোগ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ