গাজীপুর প্রতিনিধি : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে কমেন্ট করা নিয়ে গাজীপুরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ছুরিকাঘাতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে গাজীপুরের কাপাসিয়া উপজেলার আড়াল গ্রামে এ ঘটনা ঘটে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন কাপাসিয়া উপজেলার দক্ষিণগাঁও চরপাড়া গ্রামের মো. নাঈম (১৯), ফারুক হোসেন (২০) ও রবিন (১৫)।
পুলিশ জানায়, শীতলক্ষ্যা নদীর নরসিংদীর পার এলাকার একজন ফেসবুকে ‘বিতর্কিত’ পোস্ট দেন। শীতলক্ষ্যা নদীর অপর পারে গাজীপুরের কাপাসিয়া প্রান্তের কয়েক যুবক সেই পোস্টের বিরোধিতা করে সেখানে কমেন্ট করেন। এর জেরে শনিবার রাত সাড়ে ১১টার দিকে দুই পক্ষের যুবকেরা কাপাসিয়ার আড়াল গ্রামের এমপিএম অ্যাপারেলস কারখানার পাশে জড়ো হয়ে বাগ্বিত-ায় জড়ান। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছুরিকাঘাত ও হামলার ঘটনায় কমপক্ষে সাত থেকে ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে নাঈম ও ফারুকের মৃত্যু হয়। আহত আরও দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে রোববার সকালে রবিনের মৃত্যু হয়।
রোববার দুপুরে শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) কামরুজ্জামান বলেন, “রবিন নামে এক যুবক রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। “শনিবার রাতে তাকে হাসপাতালে আনা হয়েছিল। তার বাড়ী গাজীপুরের কাপাসিয়ায়।” কাপাসিয়া থানার এসআই বলেন,দুই ভাইয়ের লাশ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে এখনও মামলা হয়নি বলে জানান এসআই।
ফেসবুক পোস্ট নিয়ে গাজীপুরে সংঘর্ষ, তিনজনকে কুপিয়ে হত্যা
ট্যাগস :
ফেসবুক পোস্ট নিয়ে গাজীপুরে সংঘর্ষ
জনপ্রিয় সংবাদ