প্রযুক্তি ডেস্ক : সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটক ইত্যাদি ব্যবহারকারীদের বিষয়ে সরকারের ‘তথ্য চাওয়া এবং কনটেন্ট সরানো’র অনুরোধের সংখ্যা দিন দিন বাড়ছে। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার ২০২৩ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত তথ্য নিয়ে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য দেখা গেছে। গত বছর সবচেয়ে বেশি ২ হাজার ৪৪৯ অ্যাকাউন্ট বা ব্যবহারকারী সম্পর্কে তথ্য চেয়েছিল সরকার। আবার চলতি মাসে টিকটকের প্রতিবেদনে দেখা যায়, গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সরকার ৩ হাজার ৮১৩টি কনটেন্ট সরাতে টিকটককে অনুরোধ করেছে; যা এ পর্যন্ত করা সরকারের সবচেয়ে বেশি। এর মধ্যে টিকটক তাদের কমিউনিটি গাইডলাইন না মানার দায়ে ১১৩টি ও স্থানীয় আইন না মানার দায়ে ১ হাজার ১৪২টি কনটেন্টের বিরূদ্ধে ব্যবস্থা নিয়েছে।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের সম্পর্কে সরকার প্ল্যাটফর্মগুলোর কাছে নিয়মিত তথ্যের জন্য অনুরোধ করে থাকে। আবার মেটা ও টিকটক দুটি প্রতিষ্ঠানই ছয় মাস পর পর তাদের স্বচ্ছতা প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে ব্যবহারকারীদের দেশের সরকারের পক্ষ থেকে কী পরিমাণে তথ্য চাওয়া হয় ও তার বিপরীতে তারা কতটা সাড়া দেয়, তা উল্লেখ থাকে। মেটার সাম্প্রতিক স্বচ্ছতা প্রতিবেদন অনুযায়ী, গত বছর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সরকার ১ হাজার ২৭৮ জন ব্যবহারকারী বা অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য চায়; যার মধ্যে ৬৪ দশমিক ৮৩ শতাংশ তথ্য সরবরাহ করেছে বলে জানায় মেটা। আর গত বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সরকার ১ হাজার ৯২৩টি কনটেন্ট সরাতে টিকটকের কাছে অনুরোধ জানিয়েছিল। টিকটক নিজে থেকেও কনটেন্ট সরিয়ে থাকে। যেমন গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত টিকটক মোট ৪২ লাখ ৫৪ হাজার ৬৬৭টি ভিডিও সরিয়েছে।
ফেসবুক-টিকটকের কাছে সরকারের তথ্য চাওয়ার অনুরোধ বাড়ছে
জনপ্রিয় সংবাদ