শিমুল হোসেন : দক্ষিণা বাতাসে কঁচি পাতা নড়ে-চড়ে
ফেসবুক ইমো ফুলে উষ্ম জল ঝরে
টলমলে ঐ যৌবন
তবুও পড়ে মৌবন
ছোঁয় না চাঁকে না কেউ, দ্যাখে মন ভরে।
ফেসবুক ইমো ফুলে ঢং মেরে হাসে
বকুল গাছটা যেনো দাঁড়িয়েছে পাশে
হিমালয় বক্ষে দোলে
হৃদয় তাহাতে ভোলে
ছোঁয় না চাঁকে না কেউ, তবু কেন ফাঁসে?
ইমো ফুলে ফেসবুকে ফেস দ্যাখে আ’রে
আগে পিছে ঘুরে ফিরে দ্যাখে যতো পারে
কিচ্ছুটি বলে না কেউ
নিতম্বে জোয়ার ঢেউ
ছুঁইতে পারে না কেউ, বিশ বা আঠারো।
ফেসবুক ইমো ফুল বুঝা বড় দায়
দেহের ভঙ্গিতে তারা কী বলিতে চায়!
চোখের চাহুনি দিয়ে
ওষ্ঠের বাঁকুনি নিয়ে
লাইভ ঝাঁকুনি মেরে কী বুঝাতে চায়?