নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব চেয়েছে সরকার। সেই ধারাবাহিকতায় এবার ফেসবুকে নিজের সম্পদের হিসাব দিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক বা ডিজি ফারুক ওয়াসিফ।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এক পোস্টে সম্পদের বিবরণী লিখে প্রকাশ করেন এই সাংবাদিক ও লেখক ।
পোস্টে ফারুক ওয়াসিফ লেখেন, ‘এটা সম্পত্তির হিসাব দেওয়ার মাস। যারা জানতে চান তাদের জন্য, আমার কোনো সম্পত্তি কোনো সঞ্চয় জমি বা কিছুই নাই। আমার সম্পত্তি বেশকিছু বই ও কিছু লেখাপত্র। পৈত্রিক বাড়িটি খোয়া যাওয়ায় আমরা ভ’মিহীন।’
তিনি আরও লেখেন, ‘বগুড়ার একটি ছয় শতকি জমি সরকার দখল করে রেখেছে। সুতরাং আমি বেতনভ’ক প্রাণী। আমার স্ত্রীও তাই। ওর মায়ের একটি ফ্ল্যাটের ওয়ারিশ সে। আর আমি এভাবেই সরকারি দায়িত্ব থেকে বিদায় নিতে চাই।’
এর আগে বৃহস্পতিবার রাতে ফেসবুকে সম্পদের হিসাব প্রকাশ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার কোথায় কী আছে, তা এক পোস্টের মাধ্যমে তুলে ধরেন।
স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বেঁধে দিয়েছে অন্তর্বর্তী সরকার। সেই সময়সীমা বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। এর মধ্যে সবাইকে হিসাব জমা দিতে হবে।