ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

ফেসবুকের মাধ্যমে টাকা চুরি করছে প্রতারকরা

  • আপডেট সময় : ১১:৫৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
  • ১০১ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক :বিশ্বের অন্যতম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। অনেকেই আছেন সকালে ঘুম থেকে উঠেই ফেসবুকে ঢুঁ মারেন। সারাদিন বিভিন্ন ছবি, স্ট্যাটাস শেয়ার করেন ভার্চুয়াল বন্ধুদের সঙ্গে। একটু পর পর গিয়ে দেখে নেন কত লাইক, কমেন্ট পড়লো। ফেসবুকে নিজের আইডি ভেরিভায়েড করে নেওয়ারও সুযোগ আছে। টুইটার, ইনস্টাগ্রামের মতো ফেসবুকেও আইডি ভেরিফায়েড করা যায়। ভেরিফায়েড অ্যাকাউন্ট চেনার উপায় হচ্ছে প্রোফাইলে ব্লু ব্যাজ। তবে এবার ভেরিফায়েড প্রোফাইলের রূপে নকল প্রোফাইলও তৈরি করছে প্রতারকরা। সোশ্যাল মিডিয়া এক্সপার্ট ম্যাট নাভারা একটি স্ক্রিনশট প্রকাশ করেছেন। সেখানে একটি প্রোফাইলের ব্লু টিক দেখা গিয়েছে, যা নকল। সেই প্রোফাইল থেকে একটি লিঙ্ক ছেড়ে দিয়ে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করছে তারা।
স্ক্যামাররা ব্যবহারকারীদের বিশেষ করে সোশ্যাল মিডিয়া ম্যানেজারদের ‘নিরাপত্তা সংক্রান্ত সমস্যা’ সম্পর্কে সতর্ক করছে। তারা ব্যবহারকারীদের ভয় দেখাচ্ছে যে, নিরাপত্তাজনিত সমস্যার কারণেই শিগগির তাদের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। তাই আরও নিরাপদ এবং প্রফেশনাল টুল ব্যবহার করতে হবে। এজন্য তাদের পাঠানো লিঙ্ক থেকে প্রফেশনাল টুল ডাউনলোড করা হবে। এছাড়াও তারা আরও প্রলোভন দেখাচ্ছে ব্যবহারকারীদের। বলা হচ্ছে, নতুন ম্যানেজারটি প্যাক করা হয়েছে একাধিক নতুন ফিচার্স দিয়ে, যার মাধ্যমে আরও ভালোভাবে টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানো সম্ভব হবে। পাশাপাশি বিজ্ঞাপনও আরও ভালোভাবে অপটিমাইজ করা যাবে। এজন্য মেটা অ্যাডস নামক একটি ভুয়া প্রোফাইলও তৈরি করেছে তারা। প্রতারকদের লিঙ্কটিতে ক্লিক করলেই সেটি আপনার সিস্টেমের অ্যাক্সেস নেবে। আপনার একাধিক ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে, এমনকি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও খালি করতে পারে। তাই ফেসবুকের ভেরিফায়েড কোনো পেজ বা অ্যাকাউন্ট থেকে কেউ কোনো লিঙ্ক পাঠালেও তাতে ক্লিক করবেন না। সূত্র: লাইভমিন্ট

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ফেসবুকের মাধ্যমে টাকা চুরি করছে প্রতারকরা

আপডেট সময় : ১১:৫৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩

প্রযুক্তি ডেস্ক :বিশ্বের অন্যতম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। অনেকেই আছেন সকালে ঘুম থেকে উঠেই ফেসবুকে ঢুঁ মারেন। সারাদিন বিভিন্ন ছবি, স্ট্যাটাস শেয়ার করেন ভার্চুয়াল বন্ধুদের সঙ্গে। একটু পর পর গিয়ে দেখে নেন কত লাইক, কমেন্ট পড়লো। ফেসবুকে নিজের আইডি ভেরিভায়েড করে নেওয়ারও সুযোগ আছে। টুইটার, ইনস্টাগ্রামের মতো ফেসবুকেও আইডি ভেরিফায়েড করা যায়। ভেরিফায়েড অ্যাকাউন্ট চেনার উপায় হচ্ছে প্রোফাইলে ব্লু ব্যাজ। তবে এবার ভেরিফায়েড প্রোফাইলের রূপে নকল প্রোফাইলও তৈরি করছে প্রতারকরা। সোশ্যাল মিডিয়া এক্সপার্ট ম্যাট নাভারা একটি স্ক্রিনশট প্রকাশ করেছেন। সেখানে একটি প্রোফাইলের ব্লু টিক দেখা গিয়েছে, যা নকল। সেই প্রোফাইল থেকে একটি লিঙ্ক ছেড়ে দিয়ে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করছে তারা।
স্ক্যামাররা ব্যবহারকারীদের বিশেষ করে সোশ্যাল মিডিয়া ম্যানেজারদের ‘নিরাপত্তা সংক্রান্ত সমস্যা’ সম্পর্কে সতর্ক করছে। তারা ব্যবহারকারীদের ভয় দেখাচ্ছে যে, নিরাপত্তাজনিত সমস্যার কারণেই শিগগির তাদের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। তাই আরও নিরাপদ এবং প্রফেশনাল টুল ব্যবহার করতে হবে। এজন্য তাদের পাঠানো লিঙ্ক থেকে প্রফেশনাল টুল ডাউনলোড করা হবে। এছাড়াও তারা আরও প্রলোভন দেখাচ্ছে ব্যবহারকারীদের। বলা হচ্ছে, নতুন ম্যানেজারটি প্যাক করা হয়েছে একাধিক নতুন ফিচার্স দিয়ে, যার মাধ্যমে আরও ভালোভাবে টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানো সম্ভব হবে। পাশাপাশি বিজ্ঞাপনও আরও ভালোভাবে অপটিমাইজ করা যাবে। এজন্য মেটা অ্যাডস নামক একটি ভুয়া প্রোফাইলও তৈরি করেছে তারা। প্রতারকদের লিঙ্কটিতে ক্লিক করলেই সেটি আপনার সিস্টেমের অ্যাক্সেস নেবে। আপনার একাধিক ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে, এমনকি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও খালি করতে পারে। তাই ফেসবুকের ভেরিফায়েড কোনো পেজ বা অ্যাকাউন্ট থেকে কেউ কোনো লিঙ্ক পাঠালেও তাতে ক্লিক করবেন না। সূত্র: লাইভমিন্ট