ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

ফেসবুকের পকেটে ভিআর গেম ডেভেলপার ‘ডাউনপোর’

  • আপডেট সময় : ১১:৩১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
  • ১৫৭ বার পড়া হয়েছে


প্রযুক্তি ডেস্ক : নতুন আরেকটি প্রতিষ্ঠানকে নিজেদের অকুলাস স্টুডিওসে’র তালিকায় যোগ করেছে ফেসবুক। মাল্টিপ্লেয়ার ফার্স্ট-পার্সন ভিআর শুটার গেম ‘অনওয়ার্ড’ এর ডেভেলপার ‘ডাউনপোর ইন্টারঅ্যাকটিভ’কে কিনে নিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট এক প্রতিবেদনে জানিয়েছে, মালিকানা হাতবদলে কত খরচ হয়েছে তা জানায়নি ফেসবুক। তবে, সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি জানিয়েছে, লেনদেনে পুরো স্টুডিওর মালিকানাই রয়েছে।
‘অনওয়ার্ড’ও টিকে থাকবে বলে খবর এসেছে। দুটি প্রতিষ্ঠানই জানিয়েছে, যে যে প্ল্যাটফর্মে গেইমটি রয়েছে, সে সে প্ল্যাটফর্মে গেমটিকে সমর্থন দেওয়া অব্যাহত থাকবে। উল্লেখ্য, ২০১৬ সাল থেকে স্টিমেও রয়েছে অনওয়ার্ড গেমটি।
ফেসবুকের আর্থিক সহযোগিতায় নতুন প্রকল্পে হাত দেবে ডাউনপোর। তবে, সে প্রকল্প কী হতে পারে, সে ব্যাপারে এখনও বিস্তারিত জানায়নি তারা। ডাউনপোর শুধু জানিয়েছে, ওই ‘অভিজ্ঞতা যত জনের জন্য সম্ভব তত জনের জন্য নিয়ে আসার’ আশা রয়েছে তাদের।
ভিআর স্টুডিও প্রশ্নে ফেসবুক একের পর এক প্রতিষ্ঠান কিনে চলেছে। ২০১৯ সালের শেষ থেকে শুরু করে এ পর্যন্ত বিট সেবার গেম নির্মাতা বিট গেমস, সানজারু গেমস এবং রেডি অ্যাট ডন কিনেছে মার্কিন এ সামাজিক মাধ্যম জায়ান্ট।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ফেসবুকের পকেটে ভিআর গেম ডেভেলপার ‘ডাউনপোর’

আপডেট সময় : ১১:৩১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ মে ২০২১


প্রযুক্তি ডেস্ক : নতুন আরেকটি প্রতিষ্ঠানকে নিজেদের অকুলাস স্টুডিওসে’র তালিকায় যোগ করেছে ফেসবুক। মাল্টিপ্লেয়ার ফার্স্ট-পার্সন ভিআর শুটার গেম ‘অনওয়ার্ড’ এর ডেভেলপার ‘ডাউনপোর ইন্টারঅ্যাকটিভ’কে কিনে নিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট এক প্রতিবেদনে জানিয়েছে, মালিকানা হাতবদলে কত খরচ হয়েছে তা জানায়নি ফেসবুক। তবে, সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি জানিয়েছে, লেনদেনে পুরো স্টুডিওর মালিকানাই রয়েছে।
‘অনওয়ার্ড’ও টিকে থাকবে বলে খবর এসেছে। দুটি প্রতিষ্ঠানই জানিয়েছে, যে যে প্ল্যাটফর্মে গেইমটি রয়েছে, সে সে প্ল্যাটফর্মে গেমটিকে সমর্থন দেওয়া অব্যাহত থাকবে। উল্লেখ্য, ২০১৬ সাল থেকে স্টিমেও রয়েছে অনওয়ার্ড গেমটি।
ফেসবুকের আর্থিক সহযোগিতায় নতুন প্রকল্পে হাত দেবে ডাউনপোর। তবে, সে প্রকল্প কী হতে পারে, সে ব্যাপারে এখনও বিস্তারিত জানায়নি তারা। ডাউনপোর শুধু জানিয়েছে, ওই ‘অভিজ্ঞতা যত জনের জন্য সম্ভব তত জনের জন্য নিয়ে আসার’ আশা রয়েছে তাদের।
ভিআর স্টুডিও প্রশ্নে ফেসবুক একের পর এক প্রতিষ্ঠান কিনে চলেছে। ২০১৯ সালের শেষ থেকে শুরু করে এ পর্যন্ত বিট সেবার গেম নির্মাতা বিট গেমস, সানজারু গেমস এবং রেডি অ্যাট ডন কিনেছে মার্কিন এ সামাজিক মাধ্যম জায়ান্ট।