ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

ফেসবুকের নাম ‘মেটা’ হওয়ায় খোঁচা দিচ্ছেন সবাই, রেহাই পাননি জাকারবার্গও

  • আপডেট সময় : ১০:১১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
  • ১৬১ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : নামে যে অনেক কিছু আসে যায়, মার্ক জাকারবার্গ তা প্রমাণ করে ছাড়লেন। ভুয়া তথ্যে ফেসবুক সয়লাব হয়ে যাচ্ছে, হিংসা-বিদ্বেষ ছড়িয়ে পড়ছে, ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষার খবর নেই। অথচ তাঁর কাছে বড় হয়ে উঠল কিনা নাম। ঘোষণা দিয়ে বসলেন, ফেসবুকের করপোরেট নাম এখন থেকে মেটা। ফেসবুক ফেসবুকই থাকবে, ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামই থাকবে, তবে ছড়ি ঘোরাবে মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেটেড।
যেন নাম বদলালেই সব বদলে যাবে। অবশ্য বদলের আশা মার্ক যে করছেন না, তা বলা যাবে না। ফেসবুককে তিনি মেটাভার্সের ভার্চ্যুয়াল দুনিয়া বানাতে চান, যেখানে প্রত্যেকের আভাটার থাকবে। ত্রিমাত্রিক জগতে একে অপরের সঙ্গে যোগাযোগ-কাজকর্ম সারা যাবে। তবে ফেসবুকের মৌলিক সমস্যাগুলোর সমাধান নিয়ে মুখ খোলেননি তিনি।
মার্ক জাকারবার্গ সশরীর উপস্থিত, অন্যজন যোগ দিয়েছেন দূরে কোথাও থেকে, অথচ দিব্যি তাঁরা ফেন্সিংয়ের মতো খেলায় অংশ নিয়েছেন
কিন্তু মানুষ তো আর বোকা নয়, যা বোঝার তা বুঝে নিল। পাল্টা প্রশ্ন ছুড়ে দিল, আচ্ছা, এই যে দুর্নাম আর কেলেঙ্কারির সমুদ্রে হাবুডুবু খাচ্ছে ফেসবুক, নাম বদল সেসব থেকে নজর হটানোর কৌশল নয় তো? সে প্রশ্ন করেই ক্ষান্ত হয়নি। ফেসবুকের নাম বদলের খবরে ফেসবুক আর টুইটারে ঠাট্টা করতে শুরু করেন ব্যবহারকারীরা।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ফেসবুকের নাম ‘মেটা’ হওয়ায় খোঁচা দিচ্ছেন সবাই, রেহাই পাননি জাকারবার্গও

আপডেট সময় : ১০:১১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১

প্রযুক্তি ডেস্ক : নামে যে অনেক কিছু আসে যায়, মার্ক জাকারবার্গ তা প্রমাণ করে ছাড়লেন। ভুয়া তথ্যে ফেসবুক সয়লাব হয়ে যাচ্ছে, হিংসা-বিদ্বেষ ছড়িয়ে পড়ছে, ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষার খবর নেই। অথচ তাঁর কাছে বড় হয়ে উঠল কিনা নাম। ঘোষণা দিয়ে বসলেন, ফেসবুকের করপোরেট নাম এখন থেকে মেটা। ফেসবুক ফেসবুকই থাকবে, ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামই থাকবে, তবে ছড়ি ঘোরাবে মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেটেড।
যেন নাম বদলালেই সব বদলে যাবে। অবশ্য বদলের আশা মার্ক যে করছেন না, তা বলা যাবে না। ফেসবুককে তিনি মেটাভার্সের ভার্চ্যুয়াল দুনিয়া বানাতে চান, যেখানে প্রত্যেকের আভাটার থাকবে। ত্রিমাত্রিক জগতে একে অপরের সঙ্গে যোগাযোগ-কাজকর্ম সারা যাবে। তবে ফেসবুকের মৌলিক সমস্যাগুলোর সমাধান নিয়ে মুখ খোলেননি তিনি।
মার্ক জাকারবার্গ সশরীর উপস্থিত, অন্যজন যোগ দিয়েছেন দূরে কোথাও থেকে, অথচ দিব্যি তাঁরা ফেন্সিংয়ের মতো খেলায় অংশ নিয়েছেন
কিন্তু মানুষ তো আর বোকা নয়, যা বোঝার তা বুঝে নিল। পাল্টা প্রশ্ন ছুড়ে দিল, আচ্ছা, এই যে দুর্নাম আর কেলেঙ্কারির সমুদ্রে হাবুডুবু খাচ্ছে ফেসবুক, নাম বদল সেসব থেকে নজর হটানোর কৌশল নয় তো? সে প্রশ্ন করেই ক্ষান্ত হয়নি। ফেসবুকের নাম বদলের খবরে ফেসবুক আর টুইটারে ঠাট্টা করতে শুরু করেন ব্যবহারকারীরা।