ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

ফেলুদায় চিরঞ্জিৎ, পূরণ হল সাধ

  • আপডেট সময় : ০৫:২৮:১২ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: পশ্চিমবঙ্গের অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তীর ইচ্ছা ছিল সত্যজিৎ রায়ের কালজয়ী গোয়েন্দা চরিত্র ফেলুদা চরিত্রে অভিনয় করার। এক সময়ে সেই ইচ্ছার কথা প্রকাশও করেছিলেন অভিনেতা। কিন্তু সুযোগ মেলেনি। অবশেষে এবার ফেলুদার সঙ্গে নাম জড়াতে চলেছে চিরঞ্জিতের। ফেলুদার গল্পে ‘রয়েল বেঙ্গল রহস্য’ সিরিজের শুটিং শুরু হতে চলেছে ২২ এপ্রিল থেকে। এই সিরিজে চিরঞ্জিৎ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বলে জানিয়েছে আনন্দবাজার। ফেলুদা ভূমিকায় থাকছেন টোটা রায়চৌধুরী; জটায়ু এবং তোপসের হচ্ছেন অনির্বাণ চক্রবর্তী এবং কল্পন মিত্র।

আর জমিদার এবং নিজেকে শিকারি হিসেবে নিজেকে পরিচয় দেওয়া মহীতোষ সিংহ চরিত্রে অভিনয় করবেন চিরঞ্জিৎ। ফেলুদা নিয়ে চারটি সিরিজ তৈরির পর এই গোয়েন্দাকে নিয়ে আর কোনো নির্মাণে জড়াতে চাইছিলেন না কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তাই এবার পরিচালক বদল। টোটাকে নিয়ে ‘রয়েল বেঙ্গল রহস্য’ বানাবেন পরিচালক কমলেশ্বর।
হাতে সময় কম থাকলেও শুটিংয়ের আগে মহড়ায় নামতে চাইছেন কমলেশ্বর। এর আগে ‘রয়েল বেঙ্গল রহস্য’ দিয়ে সিনেমা বানিয়েছেন সত্যজিৎপুত্র পরিচালক সন্দীপ রায়। ২০১১ সালে মুক্তি পাওয়া ওই সিনেমায় ফেলুদা হয়েছিলেন সব্যসাচী চক্রবর্তী। আর উপন্যাসটি প্রকাশ হয়েছিল ১৯৭৪ সালে। গল্প অনুযায়ী এই গল্পে উত্তরবঙ্গে অভিযান ফেলুদার। সেখানে সঙ্গীদের নিয়ে ফেলুদা যান জমিদার মহীতোষ সিংহ রায়ের বাড়িতে। সেখানকার জঙ্গলে বাঘের আনাগোনা এবং মহীতোষ সিংহের ঠাকুরদার রেখে যাওয়া সূত্র ধরে গুপ্তধনের সন্ধানে রহস্য গল্পটি হয়ে ওঠে জমজমাট।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অর্থনৈতিক, রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পরিবারভিত্তিক ব্যবসা

ফেলুদায় চিরঞ্জিৎ, পূরণ হল সাধ

আপডেট সময় : ০৫:২৮:১২ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

বিনোদন ডেস্ক: পশ্চিমবঙ্গের অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তীর ইচ্ছা ছিল সত্যজিৎ রায়ের কালজয়ী গোয়েন্দা চরিত্র ফেলুদা চরিত্রে অভিনয় করার। এক সময়ে সেই ইচ্ছার কথা প্রকাশও করেছিলেন অভিনেতা। কিন্তু সুযোগ মেলেনি। অবশেষে এবার ফেলুদার সঙ্গে নাম জড়াতে চলেছে চিরঞ্জিতের। ফেলুদার গল্পে ‘রয়েল বেঙ্গল রহস্য’ সিরিজের শুটিং শুরু হতে চলেছে ২২ এপ্রিল থেকে। এই সিরিজে চিরঞ্জিৎ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বলে জানিয়েছে আনন্দবাজার। ফেলুদা ভূমিকায় থাকছেন টোটা রায়চৌধুরী; জটায়ু এবং তোপসের হচ্ছেন অনির্বাণ চক্রবর্তী এবং কল্পন মিত্র।

আর জমিদার এবং নিজেকে শিকারি হিসেবে নিজেকে পরিচয় দেওয়া মহীতোষ সিংহ চরিত্রে অভিনয় করবেন চিরঞ্জিৎ। ফেলুদা নিয়ে চারটি সিরিজ তৈরির পর এই গোয়েন্দাকে নিয়ে আর কোনো নির্মাণে জড়াতে চাইছিলেন না কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তাই এবার পরিচালক বদল। টোটাকে নিয়ে ‘রয়েল বেঙ্গল রহস্য’ বানাবেন পরিচালক কমলেশ্বর।
হাতে সময় কম থাকলেও শুটিংয়ের আগে মহড়ায় নামতে চাইছেন কমলেশ্বর। এর আগে ‘রয়েল বেঙ্গল রহস্য’ দিয়ে সিনেমা বানিয়েছেন সত্যজিৎপুত্র পরিচালক সন্দীপ রায়। ২০১১ সালে মুক্তি পাওয়া ওই সিনেমায় ফেলুদা হয়েছিলেন সব্যসাচী চক্রবর্তী। আর উপন্যাসটি প্রকাশ হয়েছিল ১৯৭৪ সালে। গল্প অনুযায়ী এই গল্পে উত্তরবঙ্গে অভিযান ফেলুদার। সেখানে সঙ্গীদের নিয়ে ফেলুদা যান জমিদার মহীতোষ সিংহ রায়ের বাড়িতে। সেখানকার জঙ্গলে বাঘের আনাগোনা এবং মহীতোষ সিংহের ঠাকুরদার রেখে যাওয়া সূত্র ধরে গুপ্তধনের সন্ধানে রহস্য গল্পটি হয়ে ওঠে জমজমাট।