ক্রীড়া ডেস্ক : সাঁতার শুরুর ১০ মিনিট আগে ছিঁড়ে গেল কস্টিউম। ক্রিস্তোফ মিলাক তখন ধরেই নিয়েছিলেন, তার ২০০ মিটার বাটারফ্লাইয়ের রেকর্ড হাতছাড়া হতে যাচ্ছে। সেই শঙ্কা শেষ পর্যন্ত হাঙ্গেরির এই সাঁতারু দূর করলেন পুলে ঝড় তুলে। মাইকেল ফেলপসের অলিম্পিক রেকর্ড ভেঙে টোকিও আসরে করলেন বাজিমাত। টোকিও অ্যাকুয়াটিক সেন্টারে বুধবার ১ মিনিট ৫১ দশমিক ২৫ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন মিলাক।
২১ বছর বয়সী এই সাঁতারু ভেঙেছেন ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে গড়া কিংবদন্তি ফেলপসের ১ মিনিট ৫২ দশমিক ০৩ সেকেন্ডর রেকর্ড। ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপসে ১ মিনিট ৫০ দশমিক ৭৩ সেকেন্ড টাইমিং করে এ ইভেন্টে বিশ্বরেকর্ড গড়েছিলেন মিলাক। মিলাকের চেয়ে ২ দশমিক ৪৮ সেকেন্ড পেছনে থেকে এ ইভেন্টে রুপা পেয়েছেন স্বাগতিক জাপানের তোমোরু হোন্দা। ইতালির ফেদেরিকো বারদিস্সো ১ মিনিট ৫৪ দশমিক সেকেন্ড সময় নিয়ে পেয়েছেন ব্রোঞ্জ। কস্টিউম ছিঁড়ে যাওয়ার ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সেরা হতে পেরেই খুশি মিলাক। টোকিওর প্রতিযোগিতায় এটিই তার প্রথম সোনার পদক। “আমি পুলে ঢোকার ১০ মিনিট আগে ওগুলো ছিঁড়ে গেল এবং ওই মুহূর্তে মনে হয়েছিল, আমার বিশ্বরেকর্ড বুঝি গেল।” “মনোযোগ হারিয়ে ফেলেছিলাম এবং মনে হচ্ছিল এটা করতে পারব না কিন্তু সোনার পদক জিততে পেরে খুশি।”
ফেলপসের রেকর্ড ভেঙে দিলেন হাঙ্গেরির মিলাক
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ