ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

ফের ৫ গোল করে কোপা দেল রের শেষ আটে বার্সা

  • আপডেট সময় : ০৬:০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে ফুটবল খেলল বার্সেলোনা। তাদের টানা আক্রমণের তোড়ে ভেসে গেল রেয়াল বেতিস। আরেকটি বড় জয়ে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠল হান্সি ফ্লিকের দল। অলিম্পিক স্টেডিয়ামে বুধবার রাতে স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির শেষ ষোলোয় ৫-১ গোলে জিতেছে বার্সেলোনা। প্রথমার্ধে গাভি দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান জুল কুন্দে।

বিরতির পর একটি করে গোল করেন রাফিনিয়া, ফেররান তরেস ও লামিনে ইয়ামাল। শেষ দিকে পেনাল্টি থেকে পরাজয়ের ব্যবধান কমান বার্সেলোনা থেকে ধারে বেতিসে খেলা ভিতো হকে। গোল না পেলেও দুটি অ্যাসিস্ট করেন দানি ওলমো। পরপর দুই ম্যাচে ৫ গোল করে করল বার্সেলোনা। গত রোববার সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রেয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারিয়ে মৌসুমে প্রথম শিরোপা জিতে নেয় তারা।

ওই ট্রফি বেতিস ম্যাচ শুরুর আগে দর্শকদের সামনে উঁচিয়ে ধরেন বার্সেলোনা ডিফেন্ডার রোনাল্দ আরাউহো। তার আগে মাঠে নামার সময় বার্সেলোনার খেলোয়াড়দের ‘গার্ড অব অনার’ দেয় বেতিস। তৃতীয় মিনিটে প্রথম সুযোগেই এগিয়ে যায় বার্সেলোনা। বক্সে ওলমোর পাস ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে জালে পাঠান গাভি। গোলের পর উদযাপন করেননি ২০ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার। বেতিসের যুব একাডেমি থেকেই যে বার্সেলোনার একাডেমিতে যোগ দিয়েছিলেন তিনি। নবম মিনিটে দ্বিগুণ হতে পারত ব্যবধান। ওলমোর জোরাল শট ঝাঁপিয়ে এক হাতে ঠেকান বেতিস গোলরক্ষক। ২০তম মিনিটে ওলমোর আরেকটি শট পোস্টে লাগে। রবের্ত লেভানদোভস্কিকে বেঞ্চে রেখে খেলতে নেমে বল দখল ও আক্রমণে একচেটিয়া আধিপত্য করা বার্সেলোনা ২৭তম মিনিটে পায় দ্বিতীয় গোল। ইয়ামালের পাসে ছুটে গিয়ে বক্সে ডান পায়ের জোরাল ভলিতে লক্ষ্যভেদ করেন ডিফেন্ডার কুন্দে।

প্রথমার্ধের চার মিনিট যোগ করা সময়ে কাছ থেকে ভিতো হকের প্রচেষ্টা এক হাতে ফিরিয়ে জাল অক্ষত রাখেন বার্সেলোনা গোলরক্ষক ইনিয়াকি পেনিয়া। একটু পর ইয়ামালের আরেকটি পাসে দুরূহ কোণ থেকে কুন্দে জালে বল পাঠিয়ে উল্লাসে মাতলেও, ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি। কুন্দের বুটের সামনের অংশ সামান্য ব্যবধানে অফসাইডে ছিল। ৫৫তম মিনিটে ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্রসে বক্সে প্রথম স্পর্শে ডান পায়ের শটে বল জালে পাঠান ইয়ামাল; কিন্তু ভিএআরের সাহায্যে এবারও অফসাইডের বাঁশি বাজান রেফারি।

আবার খেলা শুরু হলে একটু পরই গোল করে ব্যবধান বাড়ান রাফিনিয়া। নিজেদের অর্ধ থেকে বল ধরে এগিয়ে কয়েকজনের বাধা এড়িয়ে বক্সের সামনে গিয়ে নিয়ন্ত্রণ হারান ইয়ামাল। তবে বল পেয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন রাফিনিয়া। এই মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮ ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোল হলো ২০টি, সঙ্গে অ্যাসিস্ট আছে ১০টি। ৬৪তম মিনিটে রাফিনিয়ার বদলি নামার দুই মিনিট পরই স্কোরলাইন ৪-০ করেন ফেররান তরেস। ওলমোর পাস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের জোরাল শটে গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড।

৭৫তম মিনিটে গোলের দেখা পান ইয়ামাল। ফের্মিন লোপেসের পাস ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন ১৭ বছর বয়সী উইঙ্গার। লাইন্সম্যান শুরুতে অফসাইডের পতাকা তুললেও, ভিএআরে বদলায় সিদ্ধান্ত। নির্ধারিত সময়ের ছয় মিনিট বাকি থাকতে সফল স্পট-কিকে ব্যবধান কমান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হকে। হেসুস রদ্রিগেসকে বার্সেলোনার কুন্দে বক্সে ফাউল করলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। বাকি সময়ে আর উল্লেখযোগ্য কিছু হয়নি। নব্বই মিনিটের পরই শেষ বাঁশি বাজান রেফারি।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ঢাকায় কাউন্টার থেকে চলবে ২১ কোম্পানির গোলাপী বাস

ফের ৫ গোল করে কোপা দেল রের শেষ আটে বার্সা

আপডেট সময় : ০৬:০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

ক্রীড়া ডেস্ক: ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে ফুটবল খেলল বার্সেলোনা। তাদের টানা আক্রমণের তোড়ে ভেসে গেল রেয়াল বেতিস। আরেকটি বড় জয়ে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠল হান্সি ফ্লিকের দল। অলিম্পিক স্টেডিয়ামে বুধবার রাতে স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির শেষ ষোলোয় ৫-১ গোলে জিতেছে বার্সেলোনা। প্রথমার্ধে গাভি দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান জুল কুন্দে।

বিরতির পর একটি করে গোল করেন রাফিনিয়া, ফেররান তরেস ও লামিনে ইয়ামাল। শেষ দিকে পেনাল্টি থেকে পরাজয়ের ব্যবধান কমান বার্সেলোনা থেকে ধারে বেতিসে খেলা ভিতো হকে। গোল না পেলেও দুটি অ্যাসিস্ট করেন দানি ওলমো। পরপর দুই ম্যাচে ৫ গোল করে করল বার্সেলোনা। গত রোববার সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রেয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারিয়ে মৌসুমে প্রথম শিরোপা জিতে নেয় তারা।

ওই ট্রফি বেতিস ম্যাচ শুরুর আগে দর্শকদের সামনে উঁচিয়ে ধরেন বার্সেলোনা ডিফেন্ডার রোনাল্দ আরাউহো। তার আগে মাঠে নামার সময় বার্সেলোনার খেলোয়াড়দের ‘গার্ড অব অনার’ দেয় বেতিস। তৃতীয় মিনিটে প্রথম সুযোগেই এগিয়ে যায় বার্সেলোনা। বক্সে ওলমোর পাস ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে জালে পাঠান গাভি। গোলের পর উদযাপন করেননি ২০ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার। বেতিসের যুব একাডেমি থেকেই যে বার্সেলোনার একাডেমিতে যোগ দিয়েছিলেন তিনি। নবম মিনিটে দ্বিগুণ হতে পারত ব্যবধান। ওলমোর জোরাল শট ঝাঁপিয়ে এক হাতে ঠেকান বেতিস গোলরক্ষক। ২০তম মিনিটে ওলমোর আরেকটি শট পোস্টে লাগে। রবের্ত লেভানদোভস্কিকে বেঞ্চে রেখে খেলতে নেমে বল দখল ও আক্রমণে একচেটিয়া আধিপত্য করা বার্সেলোনা ২৭তম মিনিটে পায় দ্বিতীয় গোল। ইয়ামালের পাসে ছুটে গিয়ে বক্সে ডান পায়ের জোরাল ভলিতে লক্ষ্যভেদ করেন ডিফেন্ডার কুন্দে।

প্রথমার্ধের চার মিনিট যোগ করা সময়ে কাছ থেকে ভিতো হকের প্রচেষ্টা এক হাতে ফিরিয়ে জাল অক্ষত রাখেন বার্সেলোনা গোলরক্ষক ইনিয়াকি পেনিয়া। একটু পর ইয়ামালের আরেকটি পাসে দুরূহ কোণ থেকে কুন্দে জালে বল পাঠিয়ে উল্লাসে মাতলেও, ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি। কুন্দের বুটের সামনের অংশ সামান্য ব্যবধানে অফসাইডে ছিল। ৫৫তম মিনিটে ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্রসে বক্সে প্রথম স্পর্শে ডান পায়ের শটে বল জালে পাঠান ইয়ামাল; কিন্তু ভিএআরের সাহায্যে এবারও অফসাইডের বাঁশি বাজান রেফারি।

আবার খেলা শুরু হলে একটু পরই গোল করে ব্যবধান বাড়ান রাফিনিয়া। নিজেদের অর্ধ থেকে বল ধরে এগিয়ে কয়েকজনের বাধা এড়িয়ে বক্সের সামনে গিয়ে নিয়ন্ত্রণ হারান ইয়ামাল। তবে বল পেয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন রাফিনিয়া। এই মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮ ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোল হলো ২০টি, সঙ্গে অ্যাসিস্ট আছে ১০টি। ৬৪তম মিনিটে রাফিনিয়ার বদলি নামার দুই মিনিট পরই স্কোরলাইন ৪-০ করেন ফেররান তরেস। ওলমোর পাস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের জোরাল শটে গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড।

৭৫তম মিনিটে গোলের দেখা পান ইয়ামাল। ফের্মিন লোপেসের পাস ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন ১৭ বছর বয়সী উইঙ্গার। লাইন্সম্যান শুরুতে অফসাইডের পতাকা তুললেও, ভিএআরে বদলায় সিদ্ধান্ত। নির্ধারিত সময়ের ছয় মিনিট বাকি থাকতে সফল স্পট-কিকে ব্যবধান কমান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হকে। হেসুস রদ্রিগেসকে বার্সেলোনার কুন্দে বক্সে ফাউল করলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। বাকি সময়ে আর উল্লেখযোগ্য কিছু হয়নি। নব্বই মিনিটের পরই শেষ বাঁশি বাজান রেফারি।