বিনোদন ডেস্ক : প্লে-ব্যাক, মিউজিক ভিডিও, স্টেজ শো সবখানে চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী ইমরান মাহমুদুলের দাপট। সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও বেশ জনপ্রিয় তিনি। সর্বশেষ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে গায়ক ও সুরকার দুই ক্যাটাগরিতে ইমরান পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। নতুন খবর হচ্ছে, কয়েক বছর পর আবারও হিন্দি গানের কণ্ঠ দিলেন ইমরান মাহমুদুল। ২৭ মে ‘ম্যানু দাস্তু’ শিরোনামে এ গানটি মিউজিক ভিডিও হিসেবে প্রকাশ পেতে যাচ্ছে ভারতের এলিগ্যন্ট আই মিউজিক থেকে।
ইমরান জানিয়েছেন, গানটি লিখেছেন রজত, সুর ও সংগীত করেছে রাহুল অঞ্জন। ভিডিওর শুটিংয়ে তার যাওয়ার কথা থাকলেও শিডিউল জটিলটায় যাওয়া হয়নি। প্রায় আট বছর আগে ইমরানের গাওয়া ‘তেরে লিয়ে’ নামের একটি হিন্দি গানের অডিও প্রকাশ পেয়েছিল ইউটিউবে। তাছাড়া বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিনে তার কয়েকটি সিনেমার জনপ্রিয় গান ম্যাশআপ করেছিলেন ইমরান। সেইসব বেশ প্রশংসিত হয়েছিল। নতুন করে সম্পূর্ণ মৌলিক হিন্দি এ গানটি প্রসঙ্গে ইমরান বলেন, আগে থেকেই আমার হিন্দি গান করার ইচ্ছা ছিল। হিন্দি গানের মিউজিক ভিডিও হবে, এই প্রত্যাশাও করতাম। এর আগে ভারত থেকে আমার একটি হিন্দি গানের অডিও বের হয়েছে। কিন্তু ভিডিও হয়নি। এবার হতে যাচ্ছে। ভালো লাগছে। বর্তমানে স্টেজ শো করতে ইউরোপের বিভিন্ন দেশে ঘুরছেন ইমরান। বেলজিয়াম, সুইডেন, ফিনল্যান্ড শেষে বর্তমানে আছেন প্যারিসে। ইমরান জানান, নতুন এই হিন্দি গানটি রোমান্টিক ঘরানার। তিনি তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে গানটিতে কণ্ঠ দিয়েছেন। তার বিশ্বাস, গানটি সকলে পছন্দ করবেন।
ফের হিন্দি গান গাইলেন ইমরান
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ