আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার বিষয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ভিয়েনায় ফের পরোক্ষ আলোচনা শুরু হচ্ছে। এই আলোচনার সমন্বয়ের দায়িত্বে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার সংস্থাটি জানিয়েছে, আজ মঙ্গলবার থেকে ফের এই আলোচনা শুরু হবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
ইউরোপীয় ইউনিয়নের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘৮ ফেব্রুয়ারি মঙ্গলবার ভিয়েনায় অষ্টম দফা আলোচনা পুনরায় শুরু হবে। সংক্ষিপ্ত বিরতির পর জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশনের কাঠামোর আওতায় এই আলোচনা অনুষ্ঠিত হবে।’
এদিকে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় সম্প্রতি ছাড় দেওয়া ‘ভালো হলেও যথেষ্ট নয়’ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেন, কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারে তাদের ভালো ইচ্ছার কথা প্রকাশ পায়। আমেরিকানরা এটি নিয়ে কথা বলতে পারে। কিন্তু কাগজে-কলমে যা ঘটে তা ভালো হলেও যথেষ্ট নয়। আমরা চাই রাজনৈতিক, আইনি ও অর্থনৈতিক খাতে নিশ্চয়তা।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে নানা কথা শোনা যাচ্ছে, কিন্তু সবাই এটা ভালো করেই জানে এটুকু দিয়ে হবে না, এটা যথেষ্ট নয়। আমেরিকাকে বেসামরিক পরমাণু কর্মসূচি সংক্রান্ত নিষেধাজ্ঞাসহ সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
ফের শুরু হচ্ছে ইরানের পরমাণু আলোচনা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ