ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ফের রোনালদোর জোড়া গোল, পর্তুগালের বড় জয়

  • আপডেট সময় : ১১:২১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
  • ৫৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: দুই অর্ধে খেলা হলো দুই রকম। প্রথমার্ধে পর্তুগালের আক্রমণের তোড়ে ভেসে গেল বসনিয়া ও হার্জেগোভিনা। গোলও এলো মুড়িমুড়কির মতো। পরের ধাপে ধীরগতির ফুটবলে আর জালের দেখাই মিলল না। ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে সোমবার রাতে বসনিয়ার মাঠে ৫-০ গোলে জিতেছে পর্তুগাল। সবগুলো গোলই হয়েছে প্রথমার্ধে। গত ম্যাচের মতো আবারও জোড়া গোল করেছেন পর্তুগাল অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো। একটি করে গোল ব্রুনো ফের্নান্দেস, জোয়াও কানসেলো ও জোয়াও ফেলিক্সের। আগেই ইউরোর মূল পর্বের টিকেট নিশ্চিত করা পর্তুগাল বাছাইয়ে টানা আট ম্যাচ জিতল। এই আট ম্যাচে তারা গোল করেছে মোট ৩২টি, বিপরীতে হজম করেছে স্রেফ ২টি, সেই দুটি গত ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে। বসনিয়ার বিপক্ষে পর্তুগালের গোল উৎসবের শুরু ম্যাচের পঞ্চম মিনিটে। রোনালদোর সফল স্পট কিকে এগিয়ে যায় তারা। বক্সে বসনিয়ার ডিফেন্ডার আদ্রিয়ান বারিসিচের হাতে বল লাগলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। আগের ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে দুই গোলের প্রথমটিও পেনাল্টি থেকে করেছিলেন ৩৮ বছর বয়সী তারকা। ১৯তম মিনিটে কাছ থেকে বাইরে মেরে সুবর্ণ সুযোগ নষ্ট করেন ফের্নান্দেস। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। ফেলিক্সের পাস বক্সে পেয়ে এগিয়ে আসা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ করে বল জালে পাঠান তিনি। লাইন্সম্যান শুরুতে অফসাইডের পতাকা তুললেও ভিএআরে বদলায় সিদ্ধান্ত। ছেলেদের আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর জাতীয় দলের হয়ে গোল হলো ১২৭টি। চলতি বাছাইয়ে ৭ ম্যাচে তার গোল এখন ৯টি। এই বছরে ক্লাব ও জাতীয় দল মিলে সবচেয়ে বেশি গোল এখন শুধুই রোনালদোর (৪০)। আর্লিং হলান্ড (৩৯) দুইয়ে, কিলিয়ান এমবাপে (৩৫) তিনে আছেন। ২৫তম মিনিটে দারুণ গোলে ব্যবধান বাড়ান ফের্নান্দেস। সতীর্থের ক্রস বক্সের বাইরে বুক দিয়ে নামিয়ে ভেতরে ঢুকে জোরাল শটে জাল খুঁজে নেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার।
৩২তম মিনিটে দলকে চতুর্থ গোল এনে দেন কানসেলো। ডান দিকের বাইলাইনের কাছাকাছি থেকে ফের্নান্দেসের কাটব্যাক পেনাল্টি স্পটের কাছে পেয়ে বলে পা ছোঁয়াতেই পারেননি রোনালদো। বক্সের মাথা থেকে জোরাল শটে লক্ষ্যভেদ করেন বার্সেলোনা ডিফেন্ডার কানসেলো। খানিক পর এক দর্শক মাঠে ঢুকে এগিয়ে যান রোনালদোর দিকে। দ্রুতই ওই দর্শককে ধরে ফেলেন নিরাপত্তাকর্মীরা। ৪১তম মিনিটে সতীর্থের পাস বক্সের ভেতর পেয়ে স্কোরলাইন ৫-০ করেন ফেলিক্স। শুরুতে অফসাইডের বাঁশি বাজলেও ভিএআরে মেলে গোল। প্রথমার্ধে গোলের জন্য ৮টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখে পর্তুগাল, যার ৫টিই সফল। এই সময়ে বসনিয়া গোলে কোনো শটই নিতে পারেনি। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার কমে যায় পর্তুগালের। রক্ষণেও বেশ দৃঢ়তা দেখায় বসনিয়া। ৬৬তম মিনিটে রোনালদোকে উঠিয়ে দিয়োগো জটাকে নামান কোচ রবের্তো মার্তিনেস। বাকি সময়ে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। আট ম্যাচে শতভাগ সাফল্যে ২৪ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে আছে পর্তুগাল। আরেক ম্যাচে লুক্সেমবার্গকে ১-০ গোলে হারানো স্লোভাকিয়া ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে মূল পর্বের টিকেট পাওয়ার লড়াইয়ে তারা এগিয়ে গেছে অনেকটা। তিন নম্বরে লুক্সেমবার্গের পয়েন্ট ১১। লিখটেনস্টাইনকে ৪-০ গোলে হারানো আইসল্যান্ড ১০ পয়েন্ট নিয়ে চারে আছে। এরপর বসনিয়ার পয়েন্ট ৯। লিখটেনস্টাইন হেরেছে আট ম্যাচেই। বাছাইয়ে সবারই বাকি আছে আর দুটি করে ম্যাচ।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ফের রোনালদোর জোড়া গোল, পর্তুগালের বড় জয়

আপডেট সময় : ১১:২১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩

ক্রীড়া ডেস্ক: দুই অর্ধে খেলা হলো দুই রকম। প্রথমার্ধে পর্তুগালের আক্রমণের তোড়ে ভেসে গেল বসনিয়া ও হার্জেগোভিনা। গোলও এলো মুড়িমুড়কির মতো। পরের ধাপে ধীরগতির ফুটবলে আর জালের দেখাই মিলল না। ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে সোমবার রাতে বসনিয়ার মাঠে ৫-০ গোলে জিতেছে পর্তুগাল। সবগুলো গোলই হয়েছে প্রথমার্ধে। গত ম্যাচের মতো আবারও জোড়া গোল করেছেন পর্তুগাল অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো। একটি করে গোল ব্রুনো ফের্নান্দেস, জোয়াও কানসেলো ও জোয়াও ফেলিক্সের। আগেই ইউরোর মূল পর্বের টিকেট নিশ্চিত করা পর্তুগাল বাছাইয়ে টানা আট ম্যাচ জিতল। এই আট ম্যাচে তারা গোল করেছে মোট ৩২টি, বিপরীতে হজম করেছে স্রেফ ২টি, সেই দুটি গত ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে। বসনিয়ার বিপক্ষে পর্তুগালের গোল উৎসবের শুরু ম্যাচের পঞ্চম মিনিটে। রোনালদোর সফল স্পট কিকে এগিয়ে যায় তারা। বক্সে বসনিয়ার ডিফেন্ডার আদ্রিয়ান বারিসিচের হাতে বল লাগলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। আগের ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে দুই গোলের প্রথমটিও পেনাল্টি থেকে করেছিলেন ৩৮ বছর বয়সী তারকা। ১৯তম মিনিটে কাছ থেকে বাইরে মেরে সুবর্ণ সুযোগ নষ্ট করেন ফের্নান্দেস। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। ফেলিক্সের পাস বক্সে পেয়ে এগিয়ে আসা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ করে বল জালে পাঠান তিনি। লাইন্সম্যান শুরুতে অফসাইডের পতাকা তুললেও ভিএআরে বদলায় সিদ্ধান্ত। ছেলেদের আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর জাতীয় দলের হয়ে গোল হলো ১২৭টি। চলতি বাছাইয়ে ৭ ম্যাচে তার গোল এখন ৯টি। এই বছরে ক্লাব ও জাতীয় দল মিলে সবচেয়ে বেশি গোল এখন শুধুই রোনালদোর (৪০)। আর্লিং হলান্ড (৩৯) দুইয়ে, কিলিয়ান এমবাপে (৩৫) তিনে আছেন। ২৫তম মিনিটে দারুণ গোলে ব্যবধান বাড়ান ফের্নান্দেস। সতীর্থের ক্রস বক্সের বাইরে বুক দিয়ে নামিয়ে ভেতরে ঢুকে জোরাল শটে জাল খুঁজে নেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার।
৩২তম মিনিটে দলকে চতুর্থ গোল এনে দেন কানসেলো। ডান দিকের বাইলাইনের কাছাকাছি থেকে ফের্নান্দেসের কাটব্যাক পেনাল্টি স্পটের কাছে পেয়ে বলে পা ছোঁয়াতেই পারেননি রোনালদো। বক্সের মাথা থেকে জোরাল শটে লক্ষ্যভেদ করেন বার্সেলোনা ডিফেন্ডার কানসেলো। খানিক পর এক দর্শক মাঠে ঢুকে এগিয়ে যান রোনালদোর দিকে। দ্রুতই ওই দর্শককে ধরে ফেলেন নিরাপত্তাকর্মীরা। ৪১তম মিনিটে সতীর্থের পাস বক্সের ভেতর পেয়ে স্কোরলাইন ৫-০ করেন ফেলিক্স। শুরুতে অফসাইডের বাঁশি বাজলেও ভিএআরে মেলে গোল। প্রথমার্ধে গোলের জন্য ৮টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখে পর্তুগাল, যার ৫টিই সফল। এই সময়ে বসনিয়া গোলে কোনো শটই নিতে পারেনি। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার কমে যায় পর্তুগালের। রক্ষণেও বেশ দৃঢ়তা দেখায় বসনিয়া। ৬৬তম মিনিটে রোনালদোকে উঠিয়ে দিয়োগো জটাকে নামান কোচ রবের্তো মার্তিনেস। বাকি সময়ে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। আট ম্যাচে শতভাগ সাফল্যে ২৪ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে আছে পর্তুগাল। আরেক ম্যাচে লুক্সেমবার্গকে ১-০ গোলে হারানো স্লোভাকিয়া ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে মূল পর্বের টিকেট পাওয়ার লড়াইয়ে তারা এগিয়ে গেছে অনেকটা। তিন নম্বরে লুক্সেমবার্গের পয়েন্ট ১১। লিখটেনস্টাইনকে ৪-০ গোলে হারানো আইসল্যান্ড ১০ পয়েন্ট নিয়ে চারে আছে। এরপর বসনিয়ার পয়েন্ট ৯। লিখটেনস্টাইন হেরেছে আট ম্যাচেই। বাছাইয়ে সবারই বাকি আছে আর দুটি করে ম্যাচ।