ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

ফের মালাবদল করলেন অভিনেতা বিশ্বনাথ

  • আপডেট সময় : ১২:০২:৪১ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
  • ৬২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: আবারও মালাবদল করলেন বিশ্বনাথ বসু। পর্দায় নয়, বাস্তব জীবনে। বাস্তব জীবনের সঙ্গিনীর গলায়ই পরিয়ে দিলেন মালা। আবার মাথা ঝুঁকিয়ে নিজেও নিলেন ভালোবাসার একই উপহার।দুজনের এই সুন্দর মুহূর্তের সাক্ষী থাকলেন গায়িকা জোজো এবং সোহিনী সরকার। টলিউডে প্রায় দুই দশক পার করে ফেলেছেন বিশ্বনাথ। সিনেমা হোক বা সিরিয়াল, সর্বত্র তাঁর অবাধ বিচরণ। মানুষ হিসেবে খুবই প্রাণবন্ত বিশ্বনাথ। একাধিকবার রিয়ালিটি শোয়ের মঞ্চে তার প্রমাণ পাওয়া গেছে। ১৪ বছর আগে স্ত্রী দেবিকার সঙ্গে সংসার শুরু করেছিলেন বিশ্বনাথ। সম্প্রতি সেই দিনটিকেই উদযাপন করলেন।“চোদ্দ বছর অতিক্রান্ত, ভাল থাকো দেবিকা ধন্যবাদ রোদ্দুর আর গ্যাডি-কে উপহার দেওয়ার জন্য”, এই কথা লিখেই স্ত্রীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান বিশ্বনাথ।রাতে হয় দুজনের সেলিব্রেশন। তার ছবি ও ভিডিও আপলোড করেন সংগীতশিল্পী জোজো। তাতেই দেখা যায় বিশ্বনাথ ও দেবিকার মালাবদল। গুনে গুনে তিনবার মালাবদল করেন দুজনে। নেপথ্যে আবার জোজোকে গান গাইতেও শোনা যায়। মালাবদলের পর হয় সিঁদুরদানের পালা। বিয়ের সময় না দেখেই দেবিকার সিঁথিতে সিঁদুর পরিয়েছিলেন বিশ্বনাথ। এবার দেখে পরালেন সিঁদুর। তাতেই ওঠে হর্ষধ্বনি।পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে বিবাহবার্ষিকী উদযাপন করলেন বিশ্বনাথ। অভিনেতার পরনে ছিল নীল রঙের পাঞ্জাবি। সুন্দর শাড়িতে সেজেছিলেন দেবিকা। বাবা-মায়ের সঙ্গে দিব্যি ক্যামেরার সামনে পোজ দেয় রোদ্দুর ও গ্যাডি। দুই তারকার এই মালাবদলের সাক্ষী ছিলেন অভিনেত্রী সোহিনী সরকারও। গ্রুপ ছবিতে দেখা যায় তাঁকে। সোহিনীর পেছনে দাঁড়িয়ে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দেন জোজো।সূত্র : সংবাদ প্রতিদিন

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ফের মালাবদল করলেন অভিনেতা বিশ্বনাথ

আপডেট সময় : ১২:০২:৪১ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২

বিনোদন ডেস্ক: আবারও মালাবদল করলেন বিশ্বনাথ বসু। পর্দায় নয়, বাস্তব জীবনে। বাস্তব জীবনের সঙ্গিনীর গলায়ই পরিয়ে দিলেন মালা। আবার মাথা ঝুঁকিয়ে নিজেও নিলেন ভালোবাসার একই উপহার।দুজনের এই সুন্দর মুহূর্তের সাক্ষী থাকলেন গায়িকা জোজো এবং সোহিনী সরকার। টলিউডে প্রায় দুই দশক পার করে ফেলেছেন বিশ্বনাথ। সিনেমা হোক বা সিরিয়াল, সর্বত্র তাঁর অবাধ বিচরণ। মানুষ হিসেবে খুবই প্রাণবন্ত বিশ্বনাথ। একাধিকবার রিয়ালিটি শোয়ের মঞ্চে তার প্রমাণ পাওয়া গেছে। ১৪ বছর আগে স্ত্রী দেবিকার সঙ্গে সংসার শুরু করেছিলেন বিশ্বনাথ। সম্প্রতি সেই দিনটিকেই উদযাপন করলেন।“চোদ্দ বছর অতিক্রান্ত, ভাল থাকো দেবিকা ধন্যবাদ রোদ্দুর আর গ্যাডি-কে উপহার দেওয়ার জন্য”, এই কথা লিখেই স্ত্রীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান বিশ্বনাথ।রাতে হয় দুজনের সেলিব্রেশন। তার ছবি ও ভিডিও আপলোড করেন সংগীতশিল্পী জোজো। তাতেই দেখা যায় বিশ্বনাথ ও দেবিকার মালাবদল। গুনে গুনে তিনবার মালাবদল করেন দুজনে। নেপথ্যে আবার জোজোকে গান গাইতেও শোনা যায়। মালাবদলের পর হয় সিঁদুরদানের পালা। বিয়ের সময় না দেখেই দেবিকার সিঁথিতে সিঁদুর পরিয়েছিলেন বিশ্বনাথ। এবার দেখে পরালেন সিঁদুর। তাতেই ওঠে হর্ষধ্বনি।পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে বিবাহবার্ষিকী উদযাপন করলেন বিশ্বনাথ। অভিনেতার পরনে ছিল নীল রঙের পাঞ্জাবি। সুন্দর শাড়িতে সেজেছিলেন দেবিকা। বাবা-মায়ের সঙ্গে দিব্যি ক্যামেরার সামনে পোজ দেয় রোদ্দুর ও গ্যাডি। দুই তারকার এই মালাবদলের সাক্ষী ছিলেন অভিনেত্রী সোহিনী সরকারও। গ্রুপ ছবিতে দেখা যায় তাঁকে। সোহিনীর পেছনে দাঁড়িয়ে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দেন জোজো।সূত্র : সংবাদ প্রতিদিন