ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

ফের গিয়াস উদ্দিন সেলিমের সিনেমার নায়ক শরিফুল রাজ

  • আপডেট সময় : ১২:৫৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
  • ৭৩ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : এক দশকের বেশি সময় ধরে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে ‘কাজল রেখা’ শিরোনামের একটি সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। ২০১৯-২০ অর্থবছরে এই সিনেমার চিত্রনাট্য পেয়েছে সরকারি অনুদানও। অবশেষে সিনেমাটির নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে। এরই মধ্যে সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক শরিফুল রাজ। আগামী ২ মার্চ আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা আসছে। এনটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করে সিনেমাটির পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘রাজের প্রতি আস্থার জায়গা থেকে তাঁকে চুক্তিবদ্ধ করেছি; বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে জানাব।’ জানা যায়, ৫০০ বছর আগে নয় বছর বয়স হলেই সমাজের নিয়ম অনুযায়ী মেয়েদের বিয়ে দিতে হতো। কাজল রেখার বয়স যখন নয় হয়, তখন এক নতুন গল্প তৈরি হয়। সেটিই উঠে আসবে সেলিমের এবারের চিত্রনাট্য ও পরিচালনায়। মার্চে মুক্তির অপেক্ষায় থাকা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমারও নায়ক শরিফুল রাজ; সিনেমাতে রাজের নায়িকা পরী মণি। র‌্যাম্প মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা শরিফুল রাজ গেল বছর আলোচনায় আসেন ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মে কাজ করে। তাঁর প্রথম সিনেমা ‘আইসক্রিম’। এর পর কাজ করেছেন ‘ন ডরাই’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় আছে ‘হাওয়া’, ‘পরাণ’, ‘রক্তজবা’ ও ‘দামাল’—এ চার সিনেমা। সিনেমার বাইরে ওয়েব সিরিজ ও ফিল্মে নিয়মিত মুখ শরিফুল রাজ। মুক্তি পেয়েছে ‘মাইনকার চিপায়’, ‘ইনফিনিটি’, ‘বিলাপ’ ও ‘নেটওয়ার্কের বাইরে’।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ফের গিয়াস উদ্দিন সেলিমের সিনেমার নায়ক শরিফুল রাজ

আপডেট সময় : ১২:৫৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২

বিনোদন প্রতিবেদক : এক দশকের বেশি সময় ধরে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে ‘কাজল রেখা’ শিরোনামের একটি সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। ২০১৯-২০ অর্থবছরে এই সিনেমার চিত্রনাট্য পেয়েছে সরকারি অনুদানও। অবশেষে সিনেমাটির নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে। এরই মধ্যে সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক শরিফুল রাজ। আগামী ২ মার্চ আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা আসছে। এনটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করে সিনেমাটির পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘রাজের প্রতি আস্থার জায়গা থেকে তাঁকে চুক্তিবদ্ধ করেছি; বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে জানাব।’ জানা যায়, ৫০০ বছর আগে নয় বছর বয়স হলেই সমাজের নিয়ম অনুযায়ী মেয়েদের বিয়ে দিতে হতো। কাজল রেখার বয়স যখন নয় হয়, তখন এক নতুন গল্প তৈরি হয়। সেটিই উঠে আসবে সেলিমের এবারের চিত্রনাট্য ও পরিচালনায়। মার্চে মুক্তির অপেক্ষায় থাকা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমারও নায়ক শরিফুল রাজ; সিনেমাতে রাজের নায়িকা পরী মণি। র‌্যাম্প মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা শরিফুল রাজ গেল বছর আলোচনায় আসেন ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মে কাজ করে। তাঁর প্রথম সিনেমা ‘আইসক্রিম’। এর পর কাজ করেছেন ‘ন ডরাই’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় আছে ‘হাওয়া’, ‘পরাণ’, ‘রক্তজবা’ ও ‘দামাল’—এ চার সিনেমা। সিনেমার বাইরে ওয়েব সিরিজ ও ফিল্মে নিয়মিত মুখ শরিফুল রাজ। মুক্তি পেয়েছে ‘মাইনকার চিপায়’, ‘ইনফিনিটি’, ‘বিলাপ’ ও ‘নেটওয়ার্কের বাইরে’।