ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

ফেরি থেকে পড়ে দু’দিন পর শুল্ক কর্মকর্তা কাফি ফিরলেন লাশ হয়ে

  • আপডেট সময় : ০১:২৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
  • ৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নিখোঁজের দুদিন পর শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) আবদুল্লাহ হিল কাফির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে কাস্টম কর্মকর্তা বেলাল চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন। ফেসবুকে বেলাল চৌধুরী লিখেছেন, ‘ফেরা হলো না তাঁর!: সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফির মৃতদেহ সন্ধ্যা নদীর গাজিপুরা এলাকায় ভাসমান অবস্থায় পাওয়া গেছে।’ কাস্টমসের ডেপুটি কমিশনার নেয়ামুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার রাতে পিরোজপুরের বেকুটিয়া ফেরি থেকে পা পিছলে সন্ধ্যা নদীতে পড়ে যান আবদুল্লাহ হিল কাফি। দীর্ঘসময় ডুবুরিরা তাকে খুঁজে পায়নি। সবার প্রত্যাশা ছিল, কাফি জীবিত উদ্ধার হয়ে ফিরে আসবেন। আল্লাহর সিদ্ধান্ত ভিন্ন। এআরও কাফি ২০১৪ সালে পিএসসির মাধ্যমে কাস্টমস সার্ভিসে যোগদান করেন। তিনি কাস্টমস পরিবারের সন্তান। তার বাবা কেফায়েতউল্লাহ ও চাচা মহসীন উভয়ই বিভাগে ইন্সপেক্টর হিসেবে চাকরি করে সহকারী কমিশনার পদ থেকে অবসর নিয়েছেন। দুজনই মারা গেছেন।
এ ব্যাপারে শুল্ক রাজস্ব কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, ‘শনিবার দুপুরে ডুবুরিরা তার লাশ উদ্ধার করেছেন বলে শুনেছি। আমি এখন ঢাকায় আছি। আর ওনার লাশ পিরোজপুরে।’
পিরোজপুরের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান বলেন, গত বৃহস্পতিবার কাফি সাতক্ষীরা থেকে গ্রামের বাড়ি পিরোজপুরে যাচ্ছিলেন। রাত পৌনে ৯টার দিকে তিনি ফেরী থেকে নদীতে পড়ে নিখোঁজ হন। পরে শনিবার দুপুর ১২টার দিকে ডুবুরিরা ভেকুটিয়া ফেরিঘাট থেকে তার লাশ উদ্ধার করে। আমরা তার লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করেছি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ফেরি থেকে পড়ে দু’দিন পর শুল্ক কর্মকর্তা কাফি ফিরলেন লাশ হয়ে

আপডেট সময় : ০১:২৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : নিখোঁজের দুদিন পর শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) আবদুল্লাহ হিল কাফির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে কাস্টম কর্মকর্তা বেলাল চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন। ফেসবুকে বেলাল চৌধুরী লিখেছেন, ‘ফেরা হলো না তাঁর!: সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফির মৃতদেহ সন্ধ্যা নদীর গাজিপুরা এলাকায় ভাসমান অবস্থায় পাওয়া গেছে।’ কাস্টমসের ডেপুটি কমিশনার নেয়ামুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার রাতে পিরোজপুরের বেকুটিয়া ফেরি থেকে পা পিছলে সন্ধ্যা নদীতে পড়ে যান আবদুল্লাহ হিল কাফি। দীর্ঘসময় ডুবুরিরা তাকে খুঁজে পায়নি। সবার প্রত্যাশা ছিল, কাফি জীবিত উদ্ধার হয়ে ফিরে আসবেন। আল্লাহর সিদ্ধান্ত ভিন্ন। এআরও কাফি ২০১৪ সালে পিএসসির মাধ্যমে কাস্টমস সার্ভিসে যোগদান করেন। তিনি কাস্টমস পরিবারের সন্তান। তার বাবা কেফায়েতউল্লাহ ও চাচা মহসীন উভয়ই বিভাগে ইন্সপেক্টর হিসেবে চাকরি করে সহকারী কমিশনার পদ থেকে অবসর নিয়েছেন। দুজনই মারা গেছেন।
এ ব্যাপারে শুল্ক রাজস্ব কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, ‘শনিবার দুপুরে ডুবুরিরা তার লাশ উদ্ধার করেছেন বলে শুনেছি। আমি এখন ঢাকায় আছি। আর ওনার লাশ পিরোজপুরে।’
পিরোজপুরের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান বলেন, গত বৃহস্পতিবার কাফি সাতক্ষীরা থেকে গ্রামের বাড়ি পিরোজপুরে যাচ্ছিলেন। রাত পৌনে ৯টার দিকে তিনি ফেরী থেকে নদীতে পড়ে নিখোঁজ হন। পরে শনিবার দুপুর ১২টার দিকে ডুবুরিরা ভেকুটিয়া ফেরিঘাট থেকে তার লাশ উদ্ধার করে। আমরা তার লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করেছি।