বিনোদন ডেস্ক: অনেক দিন ধরেই লাইমলাইটে নেই ঢাকাই সিনেমার নায়ক আরিফিন শুভ। সিনেমায় তো নয়ই, শোবিজ অঙ্গনের কোনো অনুষ্ঠানেও তার দেখা মেলে না। বিশেষ করে রাজনৈতিক পটপরিবর্তনের পর আড়ালে চলে যান এই নায়ক। হঠাৎ ফেরার ইঙ্গিত দিলেন ‘মিশন এক্সট্রিম’ তারকা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ১৯ সেকেন্ড দৈর্ঘ্যের একটি টিজার পোস্ট করে ফেরার ইঙ্গিত দেন শুভ। টিজারে দেখা যায়, পুরোদস্তুর অ্যাকশন মুডে শুভ। ভিডিওটি শুরু হয় এক ব্যক্তিকে তাড়া করার দৃশ্য দিয়ে, দেখে মনে হয়েছে আইন প্রয়োগকারী কোনো সংস্থার সদস্য এই অভিনেতা।
টিজারটির ক্যাপশনে শুভ লেখেন— “আসিতেছে।” তবে এটি কিসের টিজার তা উল্লেখ করেননি। তবে এর আগে জানা যায়, ‘নীলচক্র’ সিনেমা দিয়ে ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে ফিরবেন শুভ। এটি এই সিনেমার টিজার কি না, তা অবশ্য নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওতে শুভর অ্যাকশন দেখে মন্তব্যের ঘরে প্রশংসা করছেন ভক্ত-অনুরাগীরা। বাদল নামে একজন লেখেন, “ভাইয়ের মাঝে দারুণ কোয়ালিটি আছে। ভাই, দ্রুত ফিরে আসুন। দেশবাসী আরো ভালো ভালো কাজ আপনার কাছে আশা করে।”
শাকিব খানের সঙ্গে তুলনা করে একজন লেখেন, “শাকিবের পরের নায়ক আরফিন শুভ।” ফাহিম নামে একজন পরামর্শ দিয়ে লেখেন, “ভাই, কামব্যাক করতে হইলে, এখনকার আবহাওয়া বুইঝা তারপর আসেন।” এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে কমেন্ট বক্সে। শুভ আনুষ্ঠানিকভাবে না জানালেও ধারণা করা হচ্ছে, এটি ‘নীলচক্র’ সিনেমার টিজার। এ সিনেমা পরিচালনা করেছেন মিঠু খান। কয়েক দিন আগে এ পরিচালক গণমাধ্যমে জানান, ‘নীলচক্র’ সিনেমা ঈদুল আজহায় মুক্তি পাবে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন— মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন প্রমুখ।