ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

ফেব্রুয়ারি রাঙিয়ে তৃতীয়বার মাস সেরা গিল

  • আপডেট সময় : ০৮:০১:০০ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: ধারাবাহিক ব্যাটিংয়ে আইসিসি র‌্যাঙ্কিংয়ের চূড়ায় ওঠার পর এবার আরেকটি সুখবর পেলেন শুবমান গিল। প্রায় দেড় বছর পর আবার ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ এর স্বীকৃতি পেলেন ভারতের তারকা ব্যাটসম্যান। নারী ক্রিকেটারদের মধ্যে ফেব্রুয়ারি মাসের সেরা পুরস্কার জিতলেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যালানা কিং। গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম বুধবার প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি। তৃতীয়বার মাস সেরা হওয়া হওয়ার দৌড়ে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ও নিউ জিল্যান্ডের গ্লেন ফিলিপসকে পেছনে ফেলেন গিল। আর কিংয়ের সঙ্গে এই লড়াইয়ে ছিলেন স্বদেশি অ্যানাবেল সাদারল্যান্ড ও থাইল্যান্ডের থিপাতচা পুথাওং।

সাফল্যময় ফেব্রুয়ারি মাসে ৫ ওয়ানডেতে ১০১.৫০ গড়ে ৪০৬ রান করেন গিল। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যচে ৮৭ ও ৬০ রানের পর শেষটিতে তার ব্যাট থেকে আসে ১০২ বলে ১১২ রানের ইনিংস। প্রথম ও তৃতীয় ওয়ানডেতে ম্যাচ সেরার পাশাপাশি তিন ম্যাচে ২৫৯ রানের সৌজন্যে সিরিজ সেরার পুরস্কারও জেতেন ২৫ বছর বয়সী ব্যাটসম্যান। ছন্দ ধরে রেখে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে ১০১ রানের ম্যাচ জেতানো অপরাজিত ইনিংস খেলেন গিল। পরে পাকিস্তানের বিপক্ষেও তার ব্যাট থেকে আসে ৪৬ রান। দুর্দান্ত এই পারফরম্যান্সের সৌজন্যে ২০২৩ সালের জানুয়ারি ও সেপ্টেম্বরের পর আবার মাস সেরার স্বীকৃতি নিজের করে নেন গিল।

আর অস্ট্রেলিয়ার লেগ স্পিনার কিং গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে মেয়েদের অ্যাশেজ সিরিজ (টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির সম্মিলিত) জয়ে বড় অবদান রাখেন। সব মিলিয়ে ২৩ উইকেট নিয়ে তিনি জেতেন সিরিজ সেরার পুরস্কার। মেলবোর্নে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৪৮ রানে ৪ উইকেট নেন কিং। দ্বিতীয়বারে লেগ স্পিনের দারুণ প্রদর্শনীতে ৫০ রানে তার শিকার ৫ উইকেট। কিংসহ টানা তিন মাসে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাই পেলেন মাস সেরার স্বীকৃতি। গত বছরের ডিসেম্বরে সাদারল্যান্ড ও গত মাসে এই পুরস্কার পান বেথ মুনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ফেব্রুয়ারি রাঙিয়ে তৃতীয়বার মাস সেরা গিল

আপডেট সময় : ০৮:০১:০০ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

ক্রীড়া প্রতিবেদক: ধারাবাহিক ব্যাটিংয়ে আইসিসি র‌্যাঙ্কিংয়ের চূড়ায় ওঠার পর এবার আরেকটি সুখবর পেলেন শুবমান গিল। প্রায় দেড় বছর পর আবার ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ এর স্বীকৃতি পেলেন ভারতের তারকা ব্যাটসম্যান। নারী ক্রিকেটারদের মধ্যে ফেব্রুয়ারি মাসের সেরা পুরস্কার জিতলেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যালানা কিং। গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম বুধবার প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি। তৃতীয়বার মাস সেরা হওয়া হওয়ার দৌড়ে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ও নিউ জিল্যান্ডের গ্লেন ফিলিপসকে পেছনে ফেলেন গিল। আর কিংয়ের সঙ্গে এই লড়াইয়ে ছিলেন স্বদেশি অ্যানাবেল সাদারল্যান্ড ও থাইল্যান্ডের থিপাতচা পুথাওং।

সাফল্যময় ফেব্রুয়ারি মাসে ৫ ওয়ানডেতে ১০১.৫০ গড়ে ৪০৬ রান করেন গিল। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যচে ৮৭ ও ৬০ রানের পর শেষটিতে তার ব্যাট থেকে আসে ১০২ বলে ১১২ রানের ইনিংস। প্রথম ও তৃতীয় ওয়ানডেতে ম্যাচ সেরার পাশাপাশি তিন ম্যাচে ২৫৯ রানের সৌজন্যে সিরিজ সেরার পুরস্কারও জেতেন ২৫ বছর বয়সী ব্যাটসম্যান। ছন্দ ধরে রেখে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে ১০১ রানের ম্যাচ জেতানো অপরাজিত ইনিংস খেলেন গিল। পরে পাকিস্তানের বিপক্ষেও তার ব্যাট থেকে আসে ৪৬ রান। দুর্দান্ত এই পারফরম্যান্সের সৌজন্যে ২০২৩ সালের জানুয়ারি ও সেপ্টেম্বরের পর আবার মাস সেরার স্বীকৃতি নিজের করে নেন গিল।

আর অস্ট্রেলিয়ার লেগ স্পিনার কিং গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে মেয়েদের অ্যাশেজ সিরিজ (টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির সম্মিলিত) জয়ে বড় অবদান রাখেন। সব মিলিয়ে ২৩ উইকেট নিয়ে তিনি জেতেন সিরিজ সেরার পুরস্কার। মেলবোর্নে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৪৮ রানে ৪ উইকেট নেন কিং। দ্বিতীয়বারে লেগ স্পিনের দারুণ প্রদর্শনীতে ৫০ রানে তার শিকার ৫ উইকেট। কিংসহ টানা তিন মাসে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাই পেলেন মাস সেরার স্বীকৃতি। গত বছরের ডিসেম্বরে সাদারল্যান্ড ও গত মাসে এই পুরস্কার পান বেথ মুনি।